1. admin@b-desh.news : admin :
  2. : itsme :
  3. : wp_update-Yo7x9NAv :
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১৫ অপরাহ্ন

কিভাবে চিনবেন পাঁকা ও রসালো তরমুজ?

রিপোর্টারঃ
  • আপডেট টাইমঃ বুধবার, ২৮ এপ্রিল, ২০২১

বি-দেশ নিউজ ডেস্ক
২৭ এপ্রিল ২০২১:
বাজার ভরা তরমুজ অথচ দাম চড়া। তবুও রোজার সময় মানুষ সাধ্যমতো এই ফল কিনছেন। কিন্তু তাতেই ঝামেলা শেষ নয়, কেনার পর বাড়িতে গিয়ে দেখছেন তরমুজ লাল নয় কিংবা মিষ্টি নয়। একে তো এত দাম তার ওপর মিষ্টি না হলে চলে?

জেনে নিন কিভাবে চিনবেন লাল ও মিষ্টি তরমুজ। মনে রাখবেন তরমুজ তখনও লাল ও মিষ্টি হবে যখন এটি ভালোভাবে পাঁকবে। কিন্তু অন্য ফলের মতো তো তরমুজ পাঁকলে ভিন্ন রঙ হয় না। তাহলে? তরমুজ কেনার সময় খেয়াল করবেন-

* তরমুজ কেনার সময় অনেকে চকচকে আর টাটকা সবুজ রঙ দেখে কেনেন। ওটা করবেন না। বরং যে তরমুজের গায়ের সবুজ রঙটা ফিকে হয়ে হলদেটে হয়েছে সেটা পাকা। গাঢ় হলুদ হলে তো কথাই নেই। তরমুজের একটা অংশ মাটির সংস্পর্শে থাকে সেই অংশ যদি গাঢ় হলুদ হয়, বুঝবেন তরমুজ পাকা।

* ছোট হোক কিংবা বড়, আকার অনুযায়ী তরমুজ ভারি হতে হবে। যত ভারি তত রসালো।
* লম্বাটে তরমুজে রস বেশি হয়। তবে গোলাকার তরমুজ মিষ্টি বেশি হয়।
* তরমুজ খুব বড় কিংবা অতিরিক্ত ছোট সাইজ কিনবেন না। বরং মাঝারি সাইজ ভালো।
* কেনার সময় তরমুজের বোঁটা দেখে কিনবেন। বোঁটা শুকনো হলে বুঝবেন পাকা। বোঁটা তাজা বা সবুজ হলে বুঝবেন পাকার আগেই কেটে ফেলা হয়েছে।
* তরমুজে টোকা দিয়ে দেখুন, শব্দটা শুনুন। ভারি শব্দ হলে বুঝবেন তরমুজটি রসালো।

তরমুজে রয়েছে আশ,পটাশিয়াম, ভিটামিন এ এবং সি। আছে ভিটামিন ‘বি৬’ ও প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। তাছাড়া তরমুজের ৯০ শতাংশের বেশিই পানি। ফলে ইফতারে তরমুজ আপনার পানির অভাবও পূরণ করবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2022 b-desh.news
Theme Customized BY — ANT