1. admin@b-desh.news : admin :
  2. 123@abc.com : itsme :
রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৪:৩৪ পূর্বাহ্ন

কাতার প্রবাসীদের জন্য সচেতনতামূলক ওয়েবিনার সিরিজের উদ্ধোধন

রিপোর্টারঃ
  • আপডেট টাইমঃ সোমবার, ২৮ জুন, ২০২১

দোহা (কাতার) প্রতিনিধি
বি-দেশ নিউজ ২৮ জুন ২০২১:

কাতারের স্থানীয় নিয়ম কানুন মেনে চলার জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ডক্টর আহমেদ মুনিরুছ সালেহীন। সেই সঙ্গে মাদকসহ যে কোন আপরাধ থেকে দূরে থেকে যোগ্যতা ও আচরণের মাধ্যমে কাতারে বাংলাদেশ কমিউনিটি সম্পর্কে ইতিবাচক ধারণা সৃষ্টির জন্য আহবান জানান সচিব।

কাতারের স্বরাষ্ট্র মন্ত্রনালয় এবং বাংলাদেশ দূতাবাসের যৌথ উদ্যোগে প্রবাসীদের সচেতন করার জন্য ৭ পর্বের অনুষ্ঠানের উদ্বোধন করে সচিব আশা করেন, দেশের উন্নয়নে প্রবাসীরা বরাবরের মতোই ভূমিকা রাখবে।

২৭ জুন জুম প্ল্যাটফর্মে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব প্রবাসীদের গুরুত্বপূর্ণ মানবসম্পদ হিসেবে আখ্যায়িত করেন এবং প্রবাসীদের জন্য গৃহীত মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রমও তুলে ধরেন।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত মো: জসীম উদ্দিন। তিনি করোনাকালে প্রবাসীদের স্বাস্থ্য সুরক্ষা ও বিনামূল্যে ভ্যাকসিন দেয়ার জন্য কাতারের আমির ও কাতার সরকারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে নির্ধারিত “Drugs and Alcohol Prevention” শীর্ষক প্রেজেন্টেশন করেন কাতারের মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তা ডক্টর নাদির আব্বারা। বাংলাদেশ দূতাবাস এবং কাতারের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ সহ প্রায় তিনশত প্রবাসী বাংলাদেশী উক্ত অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। দূতাবাসের কাউন্সেলর ড. মুস্তাফিজুর রহমান অংশগ্রহণকারীদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2022 b-desh.news
Theme Customized BY — ANT