1. admin@b-desh.news : admin :
  2. : itsme :
  3. : wp_update-Yo7x9NAv :
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩০ অপরাহ্ন

বাংলাদেশ থেকে গার্মেন্টস পণ্য আমদানি করুন: সৌদি ব্যবসায়ীদের রাষ্ট্রদূত

রিপোর্টারঃ
  • আপডেট টাইমঃ বুধবার, ৩০ জুন, ২০২১

রিয়াদ (সৌদি আরব) থেকে প্রতিনিধি
বি-দেশ নিউজ ৩০ জুন ২০২১:

বাংলাদেশ থেকে তৈরি পোশাক, কারু ও চামড়াজাত পণ্য সৌদি আরবে আমদানি করার আহবান জানিয়েছেন রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

সৌদি আরবের পূর্বাঞ্চলের চেম্বার অফ কমার্সের চেয়ারম্যান আবদুল হাকিম আল খালদি ও মহাসচিব আবদুল রহমান আল ওয়াবেলের সাথে বৈঠককালে তিনি এই আহ্বান জানান। এ সময় রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রফতানিকারক দেশ।বাংলাদেশ থেকে সৌদি আরব যে কোনো ধরণের প্রয়োজনীয় পোশাক আমদানি করতে পারে।

এছাড়া বাংলাদেশের হস্তশিল্প ও চামড়াজাত পণ্য অত্যন্ত উন্নত ও আধুনিকমানের উল্লেখ করে এগুলো কেনার জন্যও স্থানীয় ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান রাষ্ট্রদূত।

বাংলাদেশের ঔষধ পৃথিবীর প্রায় ৭০টিরও বেশি দেশে রফতানি হচ্ছে উল্লেখ করে রাষ্ট্রদূত বাংলাদেশ থেকে ঔষধ আমাদানিরও অনুরোধ করেন।

এছাড়া দুদেশের মধ্যে সিরামিক, কৃষি, মৎস্যসহ বিভিন্ন খাতে দ্বিপাক্ষিক ব্যবসা বৃদ্ধির আহবান জানান জাবেদ পাটোয়ারী।এ সময় বাংলাদেশের আইটি খাতের সাফল্যের কথা তুলে ধরে তিনি বাংলাদেশ থেকে আউটসোর্সিংযের মাধ্এযমে তথ্যপ্রযুক্তি সেবা নেওয়ার আহ্বান জানান।

চেম্বারের মহাসচিব সৌদি আরবের চাহিদা অনুযায়ী বাংলাদেশের পণ্য আমদানিতে সহায়তার আশ্বাস দেন।

রাষ্ট্রদূত সৌদি আরবের বড় ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগেরও আহ্বান জানান। এ জন্য বাংলাদেশ বিনিয়োগে কতটা সুবিধা দিচ্ছে সে বিষয়ে তাদের অবহিত করেন।

চেম্বারের চেয়ারম্যান বাংলাদেশি ব্যবসায়ীদের সুবিধার্থে দূতাবাসের সাথে নতুন আইন বিষয়ে আলোচনা করার আগ্রহ প্রকাশ করেন।

এছাড়া বাংলাদেশি অভিবাসীদের নতুন ব্যবসা নিবন্ধন আইন বিষয়ে জানার জন্য সহায়তা প্রদানের আশ্বাস দেন।

সৌদি আরবকে বাংলাদেশের অকৃত্তিম বন্ধু উল্লেখ করে রাষ্ট্রদূত বাংলাদেশের ভিশন বাস্তবায়নে সৌদি আরবের ব্যবসায়ীদের সহায়তা কামনা করেন। বৈঠকে দূতাবাসের ইকনমিক কাউন্সেলর মুর্তুজা জুলকারনাঈন নোমান এবং কাউন্সেলর মোঃ হুমায়ূন কবীর উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2022 b-desh.news
Theme Customized BY — ANT