1. admin@b-desh.news : admin :
  2. 123@abc.com : itsme :
রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৪:৪৬ পূর্বাহ্ন

সৌদি আরবে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগে অভিবাসীদের জন্য নতুন সুযোগ

রিপোর্টারঃ
  • আপডেট টাইমঃ বুধবার, ৭ জুলাই, ২০২১

বিয়াদ (সৌদি আরব) থেকে প্রতিনিধি
৭ জুলাই, ২০২১:

সৌদি আরবে বসবাসরত অভিবাসীদের ব্যবসা বাণিজ্য পরিচালনা ও বিনিয়োগের সুযোগ দিয়েছে দেশটির সরকার। দেশটির বাণিজ্য উপমন্ত্রী প্রকৌশলী আয়েদ আল-ঘোয়াইনাম এক ওয়েবিনারে এ কথা জানিয়েছেন।

সৌদিতে ব্যবসা পরিচালনা ও বিনিয়োগ নীতির নতুন সুযোগ নিয়ে পুর্বাঞ্চলীয় চেম্বার অব কমার্স ও বাংলাদেশ দূতাবাসের যৌথ উদ্যোগে বুধবার (৭ জুলাই) এক ওয়েবিনার অনুষ্ঠিত হয়। সেখানে সৌদি আরবে বসবাসরত বাংলাদেশী ব্যবসায়ী ও অভিবাসীগণ যোগ দেন।

ওয়েবিনারে নতুন ব্যবসা-বাণিজ্য নীতির আওতায় সকল ব্যবসা ও বিনিয়োগ সংক্রান্ত তথ্যাদি আগামী ২৩ আগষ্টের মধ্যে সৌদি সরকারকে অবহিত করে তাঁদের ব্যবসা নিবন্ধন করা বাধ্যতামূলক বলে জানানো হয়। তবে নিদৃষ্ট সময়ের মধ্যে নিবন্ধনে ব্যর্থ  হলে বিভিন্ন ধরণের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।

নতুন এ নীতির আওতায় ৮ লাখ সৌদি রিয়াল সমপরিমান অর্থ এককালীন প্রদান করে সৌদি আরবে নতুন ব্যবসায়ী ও বিনিয়োগকারী হিসেবে যে কোনো অভিবাসীর নিবন্ধনের সুযোগ দেওয়া হয়েছে। এছাড়া ১ লাখ সৌদি রিয়াল প্রদানের মাধ্যমে এক বছরের জন্য বিনিয়োগকারী হিসেবে নিবন্ধনের সুযোগ দিচ্ছে দেশটি।

ভিশন ২০৩০-এর আওতায় শ্রম বাজারসহ অন্যান্য ক্ষেত্রে বেশ কিছুদিন ধরেই নীতিতে পরিবর্তন আনছে সৌদি সরকার।

বাণিজ্য উপমন্ত্রী প্রকৌশলী আয়েদ আল-ঘোয়াইনাম সৌদি আরবে বসবাসরত সকল বাংলাদেশী ব্যবসায়ীদের অব্যাহত সুযোগ সুবিধা প্রদানের আশ্বাস এবং বাংলাদেশ থেকে নতুন বিনিয়োগকারীদের সৌদিতে ব্যবসা করার আমন্ত্রণ জানান।

ওয়েবিনারে সৌদি সরকারের পক্ষে বাণিজ্য বিষয়ক জাতীয় কমিটির প্রধান আহমাদ আল-সুয়াইলেম, বাণিজ্য বিষয়ক পূর্বাঞ্চলীয় ও জাতীয় কমিটির সভাপতি হানি আল-ফালেকসহ চেম্বারের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ দূতাবাসের পক্ষে ইকনমিক কাউন্সেলর মুর্তুজা জুলকারনাঈন নোমানসহ অন্যান্য কর্মকর্তারা যোগ দেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2022 b-desh.news
Theme Customized BY — ANT