1. admin@b-desh.news : admin :
  2. : itsme :
  3. : wp_update-Yo7x9NAv :
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩৬ অপরাহ্ন

সৌদির বুরাইদা শহরে দূতাবাসের কনস্যূলার সেবা প্রদান

রিপোর্টারঃ
  • আপডেট টাইমঃ শুক্রবার, ৯ জুলাই, ২০২১

রিয়াদ (সৌদি আরব) থেকে প্রতিনিধি

বি-দেশ নিউজ ৯ জুলাই ২০২১:

সৌদি আরবের বুরাইদা শহরে বাংলাদেশ দূতাবাসের কনস্যূলার সেবা প্রদান শুরু হয়েছে। রিয়াদ থেকে প্রায় সাড়ে তিনশ কিলোমিটার দূরে অবস্থিত এই শহরে করোনাকালিন বিধি নিষেধ মেনে কয়েক শত বাংলাদেশী অভিবাসীকে কনস্যূলার সেবা প্রদান করা হয়।

এ সময় অভিবাসীদের ইকামার মেয়াদ বৃদ্ধির জন্য পাসপোর্ট নবায়ন, পাসপোর্ট রি-ইস্যু ও পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান করা হয়। এছাড়া দূতাবাসের শ্রম উইংয়ের পক্ষ থেকে স্পেশাল এক্সিট প্রোগ্রামের আওতায় হূরুবপ্রাপ্ত, ইকামাবিহীন, ইকামার মেয়াদোত্তীর্ণ ও এক্সিটভিসায় মেয়াদোত্তীর্ণ অভিবাসীদের আইনগত সহায়তা প্রদান করা হয়।

একই সঙ্গে অভিবাসীদের প্রবাসী কল্যাণ কার্ডের জন্য নিবন্ধন করা হয়। দূতাবাসের সোনালী ব্যাংকের পক্ষ থেকে একাউন্ট খোলা ও ওয়েজ আর্নার্স বন্ড করার সেবা প্রদান করা হয়। একই সঙ্গে সোনালী ব্যাংক প্রতিনিধি প্রবাসীদের বৈধ পথে দেশে রেমিট্যান্স পাঠানোর জন্য উদ্বুদ্ধ করেন।

বুরাইদা ও আশেপাশের এলাকায় সহস্রাধিক বাংলাদেশী বসবাস করে, এখানে প্রবাসী বাংলাদেশীরা ব্যবসা, কৃষিকাজ,  পোলট্রিফার্মসহ বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছেন। সৌদি আরবের বুরাইদা ও আল কাসিম খেজুর চাষের জন্য অত্যন্ত প্রসিদ্ধ।বুরাইদা শহরের পাশে আলকাসিম বিশ্ববিদ্যালয়ে কয়েকজন বাংলাদেশের শিক্ষকও কর্মরত রয়েছেন। এছাড়া এ বিশ্ববিদ্যালয়ে প্রায় ৩০ জন বাংলাদেশি শিক্ষার্থী বিভিন্ন বিষয়ে সৌদি সরকারের বৃত্তি নিয়ে পড়াশোনা করছেন।

স্থানীয় প্রবাসীদের সৌদি আরবের আইন কানুন ও করোনাভাইরাস প্রতিরোধে সৌদি সরকারের নির্দেশনা মেনে চলার পরামর্শ দেয়া হয়। কনস্যুলারের ওই সেবা প্রদান করেন দূতাবাসের কাউন্সেলর মোঃ হুমায়ূন কবীর, শ্রম উইংয়ের প্রথম সচিব মোঃ সফিকুল ইসলাম ও সোনালী ব্যাংক প্রতিনিধি মোঃ জসীম উদ্দিন খান। এছাড়া বিভিন্ন শাখার দূতাবাসের স্টাফগন কনস্যূলার সেবা প্রদান কাজে সহায়তা করেন।

দূতাবাস জানায়, কনস্যৃলার সেবা শনিবার (১০ জুলাই) বিকাল ৪টা পর্যন্ত প্রদান করা হবে।

এ এলাকায় বসবাসরত বাংলাদেশী অভিবাসীরা দূতাবাসের সেবা পেয়ে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেবা কেন্দ্র থেকে প্রবাসীরা সপ্তাহের যে কোন দিন সকাল থেকে রাত পর্যন্ত সেবা গ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2022 b-desh.news
Theme Customized BY — ANT