1. admin@b-desh.news : admin :
  2. : itsme :
  3. : wp_update-Yo7x9NAv :
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩৯ অপরাহ্ন

বাংলাদেশ-মিশর সরাসরি বিমান চালু: মাত্র সাড়ে ৮ ঘন্টায় কায়রো থেকে ঢাকা

রিপোর্টারঃ
  • আপডেট টাইমঃ রবিবার, ২২ আগস্ট, ২০২১

আফছার হোসাইন কায়রো (মিশর থেকে)

বি-দেশ নিউজ ২২ আগষ্ট ২০২১:

মিশরে বাংলাদেশী প্রবাসীদের বহুদিনের স্বপ্নের প্রতিফলন হতে যাচ্ছে নভেম্বর থেকে। বহু প্রতীক্ষিত ঢাকা-কায়রো সরাসরি ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ও মিশরের সরকার। ১ নভেম্বর থেকে প্রাথমিকভাবে সপ্তাহে দুটি ফ্লাইট চালাবে মিসরের জাতীয় পতাকাবাহী ‘ইজিপ্ট এয়ার’।

বুধবার (১৮ আগস্ট) মিশরে বাংলাদেশ দুতাবাসের মধ্যস্থতায় আলো ঢাকা এভিয়েশন ও ইজিপ্ট এয়ারের মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনা সংক্রান্ত চুক্তি সই হয়।

কায়রো স্থানীয় সময় প্রতি সোম ও বৃহস্পতিবার বেলা দেড়টায় ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে ফ্লাইট। পরের দিন বাংলাদেশ সময় রাত একটা পাঁচ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে এই ফ্লাইট। একইভাবে প্রতি মঙ্গল ও শুক্রবার রাত দুইটা ৩৫ মিনিটে ঢাকা ছেড়ে পরের দিন স্থানীয় সময় ভোর ছয়টা ৪০ মিনিটে কায়রোয় পৌঁছাবে ফ্লাইটটি।

এয়ারবাস ৩৩০-৩০০ বা অন্য কোনো নতুন উড়োজাহাজে ফ্লাইট পরিচালনা করবে ইজিপ্ট এয়ার। বিমানে ২০টি বিজনেস ক্লাসসহ মোট ২৮০ আসন থাকবে। যাত্রীর পাশাপশি ছয় টন সাধারণ কার্গো পরিবহন করতে পারবে বিমান সংস্থাটি।

ঢাকা-কায়রো-ঢাকার রাউন্ড ট্রিপের ইকোনোমি ক্লাসের টিকিটের দাম শুরু হবে ৬৬০ ইউএস ডলার থেকে। আর বিজনেসে ক্লাসের টিকিটের মূল্য শুরু ১ হাজার ৫০০ ডলার থেকে।

ইউরোপ ও উত্তর আমেরিকাগামী বাংলাদেশি যাত্রীরা টিকেটের সাথে অতিরিক্ত ৫০ ডলার প্রধান করে কায়রোতে ট্রানজিট নিয়ে মিশরের সমৃদ্ধ ইতিহাস এবং সংস্কৃতি দেখে যেতে পারবে তাদের গন্তব্যস্থলে।

তাছাড়াও বাংলাদেশি নাগরিকরা কায়রোতে খুব সংক্ষিপ্ত ট্রানজিটের মাধ্যমে ইজিপ্ট এয়ার সংযোগকারী ফ্লাইটে জেদ্দা, মদিনা, বাগদাদ, মাস্কাট, দাম্মাম, বাহরাইন, রিয়াদ, দুবাই, আম্মান, বৈরুত, প্যারিস, মিলান, জেনেভা, বার্সেলোনা, এথেন্স, ইস্তাম্বুল, দারেস সালাম, আদিস আবাবা, আবুজা, নাইরোবি ও খার্তুম সহ অজস্র গন্তব্যে যেতে পারবে অত্যন্ত কম ভাড়ায়।

মিশরে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মাদ মনিরুল ইসলাম বলেন, ‘বহু প্রতীক্ষিত এই চুক্তি দুই দেশের পর্যটন ও বাণিজ্য সম্প্রসারণে বড় ভূমিকা রাখবে।’

মনিরুল ইসলাম এবং মিশর এয়ার হোল্ডিং কোম্পানির প্রধান নির্বাহী ক্যাপ্টেন আমর আবু-উলেনিন ও মিশর এয়ারলাইন্সের চেয়ারম্যান পাইলট আমর নাবিলের উপস্থিতে চুক্তিতে ইজিপ্ট এয়ারের পক্ষে সই করেন মোহামেদ ওয়েল ইদিমারদেশ ও আলো ঢাকা এভিয়েশনের পক্ষে সৈয়দ আলী সামি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2022 b-desh.news
Theme Customized BY — ANT