1. admin@b-desh.news : admin :
  2. : itsme :
  3. : wp_update-Yo7x9NAv :
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০৭ অপরাহ্ন

মিসরের আন্তর্জাতিক ঢোল উৎসবে বাংলাদেশ

আফছার হোসাইন কায়রো (মিসর) থেকে
  • আপডেট টাইমঃ রবিবার, ২২ মে, ২০২২
মিসরের রাজধানী কায়রোর সুলতান সালাহ উদ্দিন আইয়ুবী দুর্গের বে’রে ইউসুফ (ইউসুফ কুয়া) থিয়েটারে শুরু হয়েছে সপ্তাহব্যাপী আন্তর্জাতিক ঢোল ও ঐতিহ্যবাহী লোকশিল্প উৎসব। ঐতিহ্যবাহী এই উৎসবে যোগ দিয়েছে বাংলাদেশের প্রতিনিধি দল। ‘শান্তির জন্য বাজছে ঢোল’ স্লোগানে বাংলাদেশ ছাড়াও আরও ৪২ দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতি প্রতিনিধি দল অংশ নেয় এই উৎসবে।

২১শে মে শনিবার মিসরের পর্যটন ও পুরাকীর্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় আন্তর্জাতিক ঢোল ও ঐতিহ্যবাহী লোকশিল্প উৎসব উদ্বোধন করেন দেশটির সংস্কৃতিমন্ত্রী এনাস আবদেল দাইম।
বাংলাদেশ দূতাবাসের সার্বিক তত্ত্বাবধানে দূতাবাসের কর্মকর্তা কর্মচারীরা, তাদের সহধর্মিণী ও প্রবাসী বাংলাদেশি শিল্পীরা অংশ নেয় আন্তর্জাতিক এই উৎসবে।
মিসরে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মনিরুল ইসলাম বলেন, বাংলাদেশ-মিসের বন্ধুত্বের দীর্ঘ ইতিহাস রয়েছে এবং কায়রো-ঢাকা বিনিময় ও সহযোগিতা গভীরতর হচ্ছে। আন্তর্জাতিক ঢোল ও লোকশিল্প উৎসবটি দুই দেশের সংস্কৃতির অঙ্গনের দ্বার আরো উন্মুক্ত করবে।
শনিবার থেকে শুরু হওয়া ঢোল ও লোকশিল্প উৎসবটি ২৮শে মে শনিবার পর্যন্ত চলবে। করোনার প্রকোপ কিছুটা কমে যাওয়ায় দু’বছর পর যেন প্রাণ ফিরেছে উৎসবে। উৎসবে অংশ নিতে লাগছে না মাস্ক বা টিকা সনদ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2022 b-desh.news
Theme Customized BY — ANT