ত্যাগের মহিমায় সারা বিশ্বের মতো যুক্তরাষ্ট্রে পালিত হয়েছে পবিত্র ঈদ আল আজহা। ৯ জুলাই শনিবার নিউইয়র্ক, ওয়াশিংটন, বোষ্টন, লস এঞ্জেলেস, শিকাগো, আটলান্টাসহ যুক্তরাষ্ট্রের প্রায় প্রতিটি শহরে বসবাসরত মুসলমানরা ধর্মীয় ভাব গাম্ভির্য্য আর ত্যাগের মহিমায় পবিত্র ঈদ আল আজহা পালন করেছে।
ফজরের নামাজের আযানের সাথে সাথেই মুসলিম সম্প্রদায় পরিবার পরিজন নিয়ে নিকটস্থ নামাজের জায়গায় হাজির হতে শুরু করেন। একসঙ্গে পবিত্র ঈদ আল আযহার নামাজ আদায় করেন। নামাজ শেষে মুসলিম উম্মাহ’র জন্য দোয়া করেন। পরে যে যার মতো পশু কোরবানী করেন।
এছাড়া যারা মাঠে কোরবানী দিতে পারেননি তারা বিভিন্ন দোকানে দোকানে কোরবানীর অর্ডার করেছেন। নামাজ শেষে সেই অর্ডার সংগ্রহের জন্য সপরিবারে যান কোরবানীর গোস্ত সংগ্রহে। কোরবানীর গোস্ত সংগ্রহ শেষে বাড়ী ফিরে যান অতিথি আপ্যায়নে। চালের রুটির সাথে সদ্য জবাই করা কোরবানীর গোস্ত পরিবেশন বাংলাদেশিদের ঈদ উল আজহার একটি গুরুত্বপূর্ণ অংশ। তবে এছাড়া নানা রকমের খাদ্য ছাড়াও থাকে সেমাই, মিষ্টি ও পিঠাপুলীর আয়োজন।
আবহাওয়া ভালো থাকায় মসজিদে ও মসজিদের ব্যবস্থাপনায় খোলা মাঠে ও রাস্তায়ও মুসল্লীরা ঈদ জামাতে অংশ নিতে পেরেছেন।
নিউইয়র্কে জ্যামাইকা মুসলিম সেন্টার, বাংলাবাজার জামে মসজিদ, নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টার, পার্কচেস্টার জামে মসজিদ, মসজিদ আল আমান, আল আমিন মসজিদ, বাংলাদেশ মুসলিম সেন্টার, শাহজালাল ইসলামিক সেন্টার, আসসাফা ইসলামিক সেন্টার, বায়তুল জান্নাহ মসজিদ, ফুলতলী ইসলামিক সেন্টার এন্ড মসজিদ, কুইন্সের মসজিদ আবু হুরায়রা, দারুস সুন্নাহ জামে মসজিদ, আল ফোরকান জামে মসজিদ, আমেরিকান মুসলিম সেন্টার, গাউছিয়া মসজিদ, পার্কচেস্টার ইসলামিক সেন্টার, ব্রঙ্কস মুসলিম সেন্টার, ব্রুকলিন ইসলামিক সেন্টারের ব্যবস্থাপনায় বৃহৎ জামাত অনুষ্ঠিত হয়।
সর্বত্রই আনন্দ ও শান্তিপূর্ণ ভাবে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।