1. admin@b-desh.news : admin :
  2. 123@abc.com : itsme :
রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৫:০৪ পূর্বাহ্ন

নিউইয়র্কে শুরু হলো ৩১তম বাংলা বইমেলা

শিব্বির আহমেদ, নিউইয়র্ক (যুক্তরাষ্ট্র) থেকে
  • আপডেট টাইমঃ শুক্রবার, ২৯ জুলাই, ২০২২

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শুরু হয়েছে চার দিনের বাংলা বই মেলা। ২৮ জুলাই বৃহষ্প্রতিবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে ৩১তম বারের মতো এই মেলার শুরু হয়। এবারের বই মেলা উদ্বোধন করেন ভারতের পশ্চিমবঙ্গের কথাসাহিত্যিক অমর মিত্র।

বইমলো উদ্বোধন করে অমর মিত্র আশা করেন, বইমেলার আলো ঘরে ঘরে পৌঁছে যাবে। উদ্বোধন পরপরই মেলায় আসা ৩১ জন বিশেষ অতিথি মঙ্গল প্রদীপ জেলে মঞ্চ আলোকিত করেন। মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন সঞ্চালনা করেন আদিত্য শাহীন। আয়োজন ব্যবস্থাপনায় ছিলেন রানু ফেরদৌস। সহযোগিতা করেছেন আল্পনা গুহ, জাকিয়া ফাহিম, পারভীন সুলতানা, রূপা খানম।

উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারম্যান ফেরদৌস, ছাড়াকার লুৎফর রহমান রিটন, প্রকাশক মনিরুল হক, শিশুসাহিত্যিক হুমায়ুন কবীর ঢালী প্রমুখ।

অনুষ্ঠানের সাংস্কৃতিক পরিবেশনায় নৃত্য পরিবেশন করে অনুপ দাস ড্যান্স একাডেমি (আড্ডা) বাংলা ও বিশ্ববাঙালি। অংশ নেন মিথান দেব, নির্মা, ঈশানী, ঈসা, তিসা, কৃষ্ণা, অর্পিতা, রিয়া, এিপরণা, রুচি, ও জয়িতা। নৃত্য পরিচালনায় ছিলেন মিথান দেব এবং পরিকল্পনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আল্পনা গুহ।

বইমেলায় কানাডার টরন্টো থেকে লেখক জসিম মল্লীক, ওয়াশিংটন থেকে ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের সাবেক প্রধান রোকেয়া হায়দার, কথাসাহিত্যিক শিব্বীর আহমেদ, বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিষ্টার সাজ্জাদ হোসাইন সবুজ, কাউন্সেলর আরিফা রহমান রুমা, নিউইয়র্কের কবি ও সাংবাদিক আকবর হায়দার কিরন, সাংবাদিক মাইন উদ্দীন আহমেদ, লেখক ইশতিয়াক রূপু, জার্মানী থেকে পিয়ারী বেগম, রবীন্দ্র সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, সুইডেন থেকে লেখক দেলওয়ার হোসাইন প্রমুখ অংশগ্রহন করেন।

উদ্বোধনের পরপরই জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারের উন্মুক্ত স্থানে খোলা আকাশের নিচে বই সাজিয়ে বসেন লেখক ও প্রকাশকরা। বইমেলায় অনন্যা, অন্বয়, নালন্দা, ইত্যাদি ঘুংগুর, কথা প্রকাশ, রাইটার্স ক্লাব, ছড়াটে, অংকুর প্রকাশ, অ্যাডঅর্নসহ নানা প্রকাশনা সংস্থা সহ অন্যান্য প্রকাশনা সংস্থা ষ্টল সাজিয়ে বসেন। উদ্বোধনের পরপরই শুরু হয় বই বিকিকিনি। ষ্টলে ষ্টলে আগ্রহী বইপ্রেমীদের ভীড় করতে দেখা যায়। এই প্রথমবারের মত খোলা আকাশের নিচে বইমেলা অনুষ্ঠিত হওয়ায় লেখক প্রকাশকরা সন্তোষ প্রকাশ করেন। নিউইয়র্ক বইমেলায় বাংলা একাডেমি আয়োজিত গ্রন্থমেলার আমেজ ছড়িয়ে পড়েছে বলে বইমেলায় আগত অতিথিরা অভিমত ব্যক্ত করেন।

মুক্তধার ফাউন্ডেশন আয়োজিত নিউইয়র্ক ৩১তম বইমেলা চলবে ৩১ জুলাই পর্যন্ত।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2022 b-desh.news
Theme Customized BY — ANT