বাংলাদেশ ও যুক্তরাজ্যের স্পিকাররা দুই দেশের সংসদের মধ্যে সহযোগিতা জোরদার করতে সম্মত হয়েছেন। বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এবং ব্রিটিশ স্পিকার স্যার লিন্ডসে হোয়েল আজ ওয়েস্টমিনস্টারের ‘স্পিকার্স হাউস’-এ দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ ও ব্রিটিশ পার্লামেন্টের মধ্যে জলবায়ু পরিবর্তন, নারীর ক্ষমতায়ন, ন্যায়বিচার বিষয়ে প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদার করার আগ্রহ দেখান।
রোহিঙ্গাদের জন্য কমনওয়েলথভুক্ত দেশগুলো জোড়ালো ভূমিকা রাখবে বলেও আশা করেন তারা।
ড. শিরীন শারমিন চৌধুরী ব্রিটিশ স্পিকারকে জানান, তৎকালীন ব্রিটিশ রাজনীতিবিদদের সাথে বঙ্গবন্ধুর বন্ধুত্ব ছিল যা ভবিষ্যতেও অটুট থাকবে বলে আশা করেন তিনি। ডক্টর শিরীন শারমিন চৌধুরী গণতন্ত্র, শান্তি এবং অগ্রগতিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
ব্রিটিশ স্পিকার মিয়ানমার থেকে আসা ১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় ও সুরক্ষা দেওয়ার জন্য বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাংলাদেশের স্পিকার টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে রোহিঙ্গা সংকট সমাধানে ভূমিকা নিতে ব্রিটিশ পার্লামেন্টকে আহ্বান জানান।
স্যার হোয়েল বাংলাদেশ-যুক্তরাজ্য বন্ধুত্বের ৫০ বছর উপলক্ষ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে ব্রিটিশ পার্লামেন্টে একটি অনুষ্ঠান আয়োজনের প্রস্তাব করেন।
ড. চৌধুরী স্পিকার হোয়েলকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। বৈঠকে যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম উপস্থিত ছিলেন।