1. admin@b-desh.news : admin :
  2. 123@abc.com : itsme :
রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৫:৩৩ পূর্বাহ্ন

বৈধ পথে রেমিটেন্স পাঠান: প্রবাসীদের রাষ্ট্রদূতের আহ্বান

তাবুক (সৌদি আরব) থেকে সংবাদাতা
  • আপডেট টাইমঃ বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২

সৌদি আরব প্রবাসীদের বৈধ পথে বাংলাদেশে রেমিটেন্স প্রেরনের আহবান জানিয়েছেন রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।দেশটির তাবুক রাজ্যের প্রবাসীদের সাথে মতবিনিময়ের সময় এই আহ্বান জানান রাষ্ট্রদূত।

বুধবার রাতে তাবুক শহরে অবস্থিত প্রবাসী বাংলাদেশিদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, বৈধ পথে রেমিটেন্স পাঠালে দেশ সমৃদ্ধ হবে এবং তার সুফল পাবে সকলেই। রাষ্ট্রদূত প্রবাসীদের নিষ্ঠা ও সততার সাথে কাজ করে সৌদি আরবে বাংলাদেশের সম্মানকে সমুন্নত রাখার অনুরোধ জানান।
তাবুকে বাংলাদেশ ইন্টারন্যালনাল স্কুলে আয়োজিত এই অনুষ্ঠানে তাবুক অঞ্চলে কর্মরত বিভিন্ন শ্রেনী ও পেশার বাংলাদেশি প্রবাসীরা এই অনুষ্ঠানে অংশ নেন। তারাও তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

এ সময় রাষ্ট্রদূত বলেন, প্রবাসীদের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওবর্তমান সরকার অত্যন্ত সচেতন। প্রবাসীদের সমস্যা সমাধানে বাংলাদেশ দূতাবাস ও কনস্যূলেটের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন রাষ্ট্রদূত। এ ছাড়াও কোন প্রয়োজন হলে দূতাবাস ও কনস্যূলেটের হটলাইনে যোগাযোগ করার অনুরোধ জানান তিনি।

এ মতবিনিময় সভায় কনসাল জেনারেল মো: নাজমুল হক ও দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিতছিলেন। এর আগে মঙ্গলবার রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী তাবুক কৃষি উন্নয়ন কোম্পানি পরিদর্শন করেন।তাবুক কৃষি উন্নয়ন কোম্পানি মধ্যপ্রাচ্যের অন্যতম বড় ও সফল একটি কৃষি খামার।যা প্রায় ৩শ ৫০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত। এখানে প্রায় ৩০ লাখ বিভিন্ন ধরনের কৃষি ও ফলের গাছ রয়েছে।
রাষ্ট্রদূত এই খামারের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে জানান বাংলাদেশ একটি কৃষি পণ্য উৎপাদনকারী রাষ্ট্র এবং কৃষি ক্ষেত্রে এর যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে, যা সৌদি আরবের কৃষি পণ্য উৎপাদনে সহায়ক হতে পারে।অনেক বাংলাদেশি শ্রমিক এ কৃষি প্রতিষ্ঠানে কাজ করছেন।এ সময় রাষ্ট্রদূত এ কৃষিখামারে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের খোঁজখবর নেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2022 b-desh.news
Theme Customized BY — ANT