মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের অধিকার আদায়ের লক্ষ্যে গঠন করা হয়েছে ‘মালদ্বীপ অধিকার পরিষদ’। নবগঠিত পরিষদের আহবায়ক কমিটির উদ্দোগে শনিবার রাজাধানী মালে’র স্থানীয় একটি হলরুমে সংগঠনের পরিচিত সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সংগঠনের সদস্য সচিব রায়হান উদ্দীন মজুমদারের সঞ্চালনায়, আহবায়ক মোঃ হারুন মিয়ার সভাপতিত্বে পরিচিতি সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটি কার্যকরি সদস্য কাজী মোকলেছ, মালদ্বীপ প্রবাসী অধিকার পরিষদের সমন্বয়ক ইয়াকুব আলী, প্রবাসী বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, আহবায়ক কমিটির সদস্য মো জহির, জুলহাস, সামি, রাকিব, রতন মিয়াজী, আদম, রফিক, রাব্বী সবুজ।
বক্তারা ”এসো এক হই, অধিকারের কথা কই” স্লোগানে প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। মালদ্বীপের হাইকমিশনার রিয়ার এডমিরাল এস.এম. আবুল কালাম আজাদের প্রসংসা করে বক্তারা বলেন, বিশ্বের ৫২টি দেশে আমাদের প্রবাসী অধিকার পরিষদের শাখার আছে। সকল দেশের তুলনায় মালদ্বীপের হাইকমিশনার প্রবাসীবান্ধব বলেও মন্তব্য করেন তারা। প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতিকে সচল রাখতে বৈধ পথে রেমিটেন্স পাঠানোর তাগিদ দেন।