মালদ্বীপ জাতীয় নারী ক্রিকেট দলের প্রধান কোচ হলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার ফাতেমা তুজ জোহরা। সংবাদটির সত্যতা নিশ্চিত করেছে মালদ্বীপ ক্রিকেট বোর্ড। নিজেদের সোশ্যাল মিডিয়া পেজ ‘ক্রিকেট বোর্ড অব মালদিভস’-এ তিনটি ছবি পোস্ট করে তারা সুখবরটি জানিয়েছে।
তিন ছবির একটিতে মালদ্বীপ ক্রিকেট বোর্ড কর্মকর্তার সঙ্গে হাস্যোজ্জ্বল ফাতেমা তুজ জোহরাকে দেখা যাচ্ছে। আরেকটি ছবিতেে আছে দুজনের চুক্তিপত্রে সই করার দৃশ্য।
এর আগে সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের (বিকেএসপি) নারী ক্রিকেটারদের কোচ ছিলেন ফাতেমা। মালদ্বীপ দলের কোচ হয়ে এবার সেই ক্যারিয়ার আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃত করলেন সাবেক জাতীয় ক্রিকেটার।
মালদ্বীপ ক্রিকেট বোর্ডের দেওয়া ছবিগুলের ক্যাপশনে লেখা হয়েছে, ’আমাদের নারী ক্রিকেট দলের নতুন কোচ ফাতেমা তুজ জোহরাকে স্বাগতম।’ মালদ্বীপের ক্রীড়ামন্ত্রী আহমেদ মাহলুফ তার টুইটার অ্যাকাউন্টেও এই পোস্ট শেয়ার করে ফাতেমাকে স্বাগত জানিয়েছেন।
তবে আন্তর্জাতিকের পথটা হয়তো অতটা সহজ হবে না ফাতেমার। নতুন আর আনকোরা একটা দল নিয়ে কাজ করতে হবে তাকে।মালদ্বীপ নারী ক্রিকেট দলের যাত্রা শুরু হয়েছে মাত্রই। এখনো পর্যন্ত মাত্র তিনটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে তারা।
কোচ ছাড়াও আম্পায়ারিংয়ে অভিজ্ঞতা রয়েছে ফাতেমার। ২০১৫ সালে নারীদের প্রথম বিভাগ ক্রিকেটে আম্পায়ারিং করেছেন তিনি। আইসিসি লেভেল-২ আম্পায়ারিং কোর্স এবং সিএ কোর্স করা রয়েছে তার।