মালদ্বীপের রাজধানী মালেসহ বিভিন্ন স্থানে কর্মরত বাংলাদেশিদের কর্মস্থলে স্ট্রোক করে মৃত্যুবরণের সংখ্যা বাড়ছে। ২৪ আগষ্ট বুধবার যে তালিকায় যোগ হয়েছে মোঃ ফয়সাল ইমরানের নাম। তিনি রাতে ব্রেন স্ট্রোক করে মারা যান।
জানা গেছে বুধবার রাতের খাবার শেষে স্বাভাবিক অবস্থায় ফয়সাল ঘুমাতে যান, কিন্তু তার এক ঘণ্টার মধ্যে তিনি হঠাৎ ব্রেন স্ট্রোক করেন। এরপর তার সহকর্মীরা তাকে মালদ্বীপের রাজধানী শহরের সরকারি হাসপাতাল আই জি এমএইচ নিয়ে যান। সেখানে পরীক্ষা নিরিক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
উল্লেখ্য মোঃ ফয়সাল ইমরানের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার। তিনি মো. হারুন মিয়ার ছেলে। তার মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তার সাত মাস বয়সী এক ছেলে রয়েছে।
গেলো কয়েক দিন আগেও চাঁদপুর জেলার শাহরাস্তি থানার মো ইসমাঈল হোসেন নামে একজন প্রবাসী, ব্রেন স্ট্রোক করেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত দেহ মালদ্বীপে নিয়োজিত বাংলাদেশ হাইকমিশনার এবং আলোকিত চাঁদপুর সংগঠন এর সহযোগিতায় দেশে পাঠানো হয়েছে।
এ জাতীয় আরো খবর..