মালদ্বীপে বাংলাদেশের হাইকমিশনার রিয়াল অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ ২২ আগস্ট মালদ্বীপের ট্রান্সপোর্ট ও সিভিল এভিয়েশন মন্ত্রী আয়শাথ নাহুলা’র সাথে তার মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাত করেন। এ সময় উভয় দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।
উভয় দেশের মধ্যে মালবাহী বানিজ্যিক জাহাজ চলাচলের উদ্যোগ গ্রহনের বিষয়ে তাঁরা একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশ হাইকমিশনার রিয়াল অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ বলেন, বাংলাদেশের শ্রমিকরা কঠোর পরিশ্রম করে। মালদ্বীপ তাদের এই পরিশ্রমকে কাজ লাগাতে পারে। তিনি শ্রমবাজারকে আরো গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন।
মালদ্বীপের ট্রান্সপোর্ট ও সিভিল এভিয়েশন মন্ত্রী আয়শাথ নাহুলা বলেন, বাংলাদেশ – মালদ্বীপ দু’দেশের এই সুসম্পর্ক’র জন্য তিনি প্রবাসী বাংলাদেশিদের প্রশংসা করেন।
এই সৌজন্যে সাক্ষাতে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও আলোচনা হয়।
এ জাতীয় আরো খবর..