1. admin@b-desh.news : admin :
  2. : itsme :
  3. : wp_update-Yo7x9NAv :
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪৬ অপরাহ্ন

মালদ্বীপে প্রবাসীদের জন্য ফ্রি চিকিৎসা ক্যাম্প

মোঃ আবদুল্লাহ কাদের মালে (মালদ্বীপ) থেকে
  • আপডেট টাইমঃ শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
মালদ্বীপের রাজধানী মালে দরবারুগে বৈধ-অবৈধ বাংলাদেশী শ্রমিকসহ বিভিন্ন দেশের প্রবাসীদের বিনা খরচে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
শুক্রবার বিনামূ্ল্যে স্বাস্থ্য সেবা কার্যক্রমে প্রবাসী বাংলাদেশীদের বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ প্রদান করা হয়। স্বাস্থ্যসেবা পাওয়া  বেশির ভাগই বাংলাদেশের অনিয়মিত প্রবাসী কর্মী।
জানা গেছে, আগামী শুক্রবার অর্থাৎ ৯ সেপ্টেম্বরও মালদ্বীপের রাজধানী মালের পার্শ্ববর্তী হুলোমালে আইল্যান্ডে বিনা খরচের এই স্বাস্থসেবা কার্যক্রম পরিচালনা করা হবে।
সাপ্তাহিক ছুটির দিন থাকায়  মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ, ভারত , শ্রীলাংকার প্রবাসী কর্মীদের জন্য মালদ্বীপ ব্যুরো অফ পরিসংখ্যান এই আয়োজন করে। রাজধানী মালের দরবারুগে হলরুমের এই আয়োজন তাই রূপ নেয় প্রবাসীদের মিলনমেলায়।
স্বাস্থ্য সেবায় স্ব-স্ব দেশের ভাষাকে ইংরেজীতে উপস্থাপন করার জন্য মালদ্বীপে রেড ক্রিসেন্টের (MRC- Maldives red crescent) স্বেচ্ছাসেবকরা অংশ নেন। তাদের সাথে  মালদ্বীপে বাংলাদেশ দূতাবাসের  কল্যাণ সহকারী মো: জসিম উদ্দিনও স্বেচ্ছা শ্রমের আওতায় দোভাষীর কাজ করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2022 b-desh.news
Theme Customized BY — ANT