1. admin@b-desh.news : admin :
  2. : itsme :
  3. : wp_update-Yo7x9NAv :
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৫৩ অপরাহ্ন

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে কুয়েতের নতুন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বি-দেশ নিউজ, ঢাকা ডেস্ক
  • আপডেট টাইমঃ রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে কুয়েতের নতুন রাষ্ট্রদূত ফয়সাল মুতলাক আল আদওয়ানি।

পররাষ্ট্র মন্ত্রনালয়ে আসা রাষ্ট্রদূতকে কার্যালয়ে স্বাগত জানিয়ে নতুন দায়িত্ব গ্রহণ করায় তাকে অভিনন্দন জানান প্রতিমন্ত্রী। তিনি বাংলাদেশ ও কুয়েতের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক, প্রতিরক্ষা, জনশক্তি ও বাণিজ্য খাতে অসাধারণ দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য উচ্ছ্বাস প্রকাশ করেন এবং রাষ্ট্রদূতকে জ্বালানি ও স্বাস্থ্য খাতসহ সহযোগিতার নতুন ক্ষেত্র অনুসন্ধানে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

পরে প্রতিমন্ত্রী পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, মেট্রো-রেল প্রকল্পসহ আর্থ-সামাজিক খাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সাম্প্রতিক কিছু পরিবর্তনের কথা তুলে ধরেন।

বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ সম্পর্কে ধারণা দেওয়ার পাশাপাশি রাষ্ট্রদূতের মাধ্যমে তার দেশের বিনিয়োগকারীদের বিনিয়োগে আমন্ত্রন জানান। তিনি রাষ্ট্রদূতকেও বাংলাদেশের আইটি পার্ক, অর্থনৈতিক অঞ্চলগুলো পরিদর্শনের আহ্বান জানান।

রোহিঙ্গা সংকট সমাধানে কুয়েত সরকারের রাজনৈতিক ও অর্থনৈতিক সহায়তাও কামনা করেন শাহরিয়ার আলম।

রাষ্ট্রদূত উন্নয়ন ও শান্তির জন্য বাংলাদেশ সরকারের প্রচেষ্টা এবং প্রধানমন্ত্রীর সক্ষম ও সাহসী নেতৃত্বের প্রশংসা করেন। রাষ্ট্রদূত পারস্পরিক স্বার্থের ক্ষেত্রে বাংলাদেশের সাথে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে কুয়েত সরকারের আগ্রহের কথা জানান।

তিনি দায়িত্ব পালনে প্রতিমন্ত্রীর সমর্থন ও সহযোগিতা কামনা করেন। প্রতিমন্ত্রী তাকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এর আগে নতুন রাষ্ট্রদূত পররাষ্ট্র সচিবের (সিনিয়র সেক্রেটারি) সাথে তার কার্যালয়ে দেখা করেন। যেখানেও পারস্পরিক স্বার্থের দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2022 b-desh.news
Theme Customized BY — ANT