কাঠমন্ডুর সিদ্ধার্থ আর্ট গ্যালারিতে দশ দিনব্যাপী বাংলাদেশী চিত্র প্রদর্শনী শুরু হয়েছে গত ২ সেপ্টেম্বর। নেপাল একাডেমির চ্যান্সেলর গঙ্গা প্রসাদ উপ্রেতি প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীটির উদ্বোধন করেন । এতে নেপালে অবস্থিত বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনের প্রতিনিধিবৃন্দ ও নেপালের সুশীল সমাজের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।
প্রদর্শনীতে বাংলাদেশের প্রথিতযশা চিত্রশিল্পী কনক চাঁপা চাকমার পরিচালনায় আজমীর হোসেন, বিশ্বজিৎ গোস্বামী, সৌরভ চৌধুরী, মং মং শো, লুম্বিনী দেওয়ান, জয়তু চাকমা, অংথোয়াই মারমা, সুদীপ চাকমা, নমস্তা রেমা, মুন্না বম এবং পিংকু ত্রিপুরার চিত্রকর্ম প্রদর্শীত হচ্ছে। বাংলাদেশের উদীয়মান চিত্রশিল্পীর চিত্রকর্ম দারুণ সমাদ্রিত হচ্ছে প্রদর্শনীতে।
নেপাল ও বাংলাদেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উদযাপনের অংশ হিসেবে কাঠমন্ডুর বাংলাদেশ দূতাবাস, নেপালের সিদ্ধার্থ আর্ট গ্যালারির সহযোগিতায় ‘Spirit of Friendship’ শীর্ষক এ প্রদর্শনীটি আয়োজন করেছে ।