অবশেষে অপেক্ষার পালা শেষ হয়েছে। চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত কে হচ্ছেন সেই জল্পনার সমাপ্তি ঘটেছে। মোঃ জসিম উদ্দিনকে চীনে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ। তিনি এই পদে মাহবুব উজ জামানের স্থলাভিষিক্ত হবেন।
কর্মজীবনের রাষ্ট্রদূত মোঃ জসিম উদ্দিন বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস)-এর ১৩তম ব্যাচের পররাষ্ট্র বিষয়ক ক্যাডার। বর্তমানে তিনি কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি গ্রীসে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। যেখানে একই সঙ্গে তিনি মাল্টা ও আলবেনিয়ারও দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূত ছিলেন।
বর্ণাঢ্য কূটনৈতিক জীবনে রাষ্ট্রদূত জসিম নয়াদিল্লি, টোকিও, ওয়াশিংটন ডিসি এবং ইসলামাবাদে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও সদর দফতরে, তিনি দক্ষিণ এশিয়া এবং পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় শাখার মহাপরিচালকের মতো গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন।
রাষ্ট্রদূত জসিম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি ইংল্যান্ডের লিডস বিশ্ববিদ্যালয় থেকে মডার্ন ইন্টারন্যাশনাল স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ২০১৪ সালে ঢাকার ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে এনডিসি কোর্স সম্পন্ন করেন।
মোঃ জসিম উদ্দিনের দক্ষ নেতৃত্বে গ্রীসে বাংলাদেশ দূতাবাসে দক্ষ কনস্যুলার পরিষেবা সরবরাহ নিশ্চিত করার জন্য ২০১৮ সালে তাকে সম্মানজনক জনপ্রশাসন পুরস্কার দেওয়া হয়।
ব্যক্তিগত জীবনে, জসিম বিবাহিত এবং দুই সন্তানের আশীর্বাদপুষ্ট।