প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মত বিনিময় করেছেন মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদসহ হাইকমিশনের একটি প্রতিনিধি দল। মাফুসী আইল্যান্ড সফরকালে ‘মাফুসী কাউন্সিল’র সাথে সৌজন্য সাক্ষাত ছাড়াও এই দ্বিপে বসবাসরত প্রবাসীদের কথা বলেন তিনি।
১৬ সেপ্টেম্বর, শুক্রবার মাফুসী কাউন্সিলের প্রেসিডেন্ট হাসান সোলাহ, হাইকমিশনার ও তার প্রতিনিধিদলকে কাউন্সিল অফিসে স্বাগত জানান। পরে মাফুসীতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের স্বাস্থ্য সেবা, বিনোদন, খেলাধুলা, বৈধকরণসহ নানা ইস্যুতে আলোচনা হয়।
স্থানীয় বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত মত বিনিময় সভার শুরতে হাইকমিশনের প্রথম সচিব মোঃ সোহেল পারভেজ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় অবতারণা করেন। বৈধতা নেই এমন কর্মীদের দ্রুত নিয়মিত করা, বৈধ পথে রেমিটেন্স পাঠানো, কল্যাণ বোর্ডের সদস্যপদ গ্রহন, স্থানীয় আইন কানুন মেনে চলা, স্বাস্থ্য সুরক্ষা ইত্যাদি বিষয়ে কথা বলেন তিনি।
প্রবাসী কর্মীদের পক্ষ থেকেও বাংলাদেশে এয়ারপোর্টে হয়রানি বন্ধ ও সুযোগ সুবিধা বাড়ানোর তাগিদ দেওয়া হয়। হাইকমিশনার তাঁর বক্তব্যের শুরুতে দেশের অর্থনৈতিক উন্নয়নে রেমিটেন্স যোদ্ধাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করেন।

তিনি অবৈধ কর্মীদের দ্রুত বৈধ হওয়ার প্রচেষ্টা গ্রহণের কথাও জানান। এছাড়াও প্রবাসী বাংলাদেশীদের নিজ স্বাস্থ্য সুরক্ষা, বৈধ পথে রেমিটেন্স প্রেরণ ও স্থানীয় আইন কানুন মেনে চলার অনুরোধ করেন।
এস এম আবুল কালাম আজাদ আরো বলেন, দেশের উন্নয়নের সাথে সাথে প্রবাসীদের জন্য সুযোগ সুবিধা বাড়ানোর জন্য সরকার যথেষ্ট কাজ করছে।
এ জাতীয় আরো খবর..