ইতালির রোমে যথাযোগ্য র্মযাদায় পালিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শখে মুজবিুর রহমানরে ‘স্বদশে প্রত্যাবর্তন দিবস। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শুরু হয় দিনের অনুষ্ঠান। পরে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর পাঠানো বাণী পাঠ করেন দূতাবাসের ইকনোমিক কাউন্সেলর মোঃ আল আমিন এবং প্রথম সচিব (শ্রম) আসিফ আনাস সিদ্দিকী।
আলোচনা সভায় রাষ্ট্রদূত বলেন, দীর্ঘ সংগ্রামের ধারাবাহিকতায় বঙ্গবন্ধুই এ দেশের মানুষকে স্বাধীনতার পথে নিয়ে যান। তিনি আরও বলেন, ১৯৭১ সালরে ১৬ ডিসেম্বর পাক বাহিনীর বিরুদ্ধে বিজয় এলেও প্রকৃত বিজয়ের স্বাদ বাঙালি পায় ১৯৭২ সালের ১০ জানুয়ারি।