1. admin@b-desh.news : admin :
  2. : itsme :
  3. : wp_update-Yo7x9NAv :
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪৩ অপরাহ্ন

লস এঞ্জেলসের পুমোনা কলেজে বাংলাদেশি শিক্ষার্থীর অসাধারণ অর্জন

তানভীর তুহিন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র থেকে
  • আপডেট টাইমঃ বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩

মা-বাবার সঙ্গে রোহান

যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী পুমোনা কলেজের অ্যাকাডেমিক ও সার্ভিস অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশি আমেরিকান শিক্ষার্থী রোহান আহমেদ। মেধা বৃত্তিসহ তিনি কলেজে গ্রাজুয়েশন সম্পন্ন করছেন।

শুধু ক্লাস ও পরীক্ষাতেই নয় বরং কলেজের সিনিয়র ক্লাস প্রেসিডেন্ট হিসেবে ফাণ্ড রাইজিংসহ সামাজিক বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখেন রোহান। কলেজের ৪শ ৫০ শিক্ষার্থীর গ্রাজুয়েশন সম্পন্ন করা উপলক্ষে সম্প্রতি সমাবর্তনে তাকে সম্মাননা জানানো হয়। সমাবর্তনে কলেজ কর্তৃপক্ষ ও একাডেমিক কাউন্সিলের বাইরে মেধাবী ও প্রতিনিধিত্বশীল শিক্ষার্থী হিসেবে বক্তব্য রাখেন রোহান আহমেদ।

উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে প্রায় দুই হাজার উপস্থিতির মধ্যে তিনিই ছিলেন একমাত্র বাংলাদেশি বক্তা।

রোহান আহমেদ- চ্যানেল আই’র যুক্তরাষ্ট্র অফিস প্রধান রাশেদ আহমেদ এবং নিউইয়র্কভিত্তিক তরঙ্গ হোম কেয়ারের সত্তাধিকারী নিলুফা শিরিনের ছোট ছেলে।

পুমোনা কলেজে গ্রাজুয়েশেনের আগে ২০২১ সালে রোহান হার্ভার্ড বিজনেস স্কুল থেকে রিসার্চ এবং মার্কেটস অফ অর্গানাইজেশন বিষয়ে বিশেষ কোর্স সম্পন্ন করেন। কলেজের অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্যরা পৃথক পৃথক বক্তব্যে রোহান আহমেদের মেধা, সাংগঠনিক দক্ষতাসহ নানা বিষয়ে প্রশংসা করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2022 b-desh.news
Theme Customized BY — ANT