সৌদি আরবের রাজধানী রিয়াদে পালিত হয়েছে বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ১৮ মে সন্ধ্যায় ডিপ্ল্যোম্যাটিক কোর্য়াটারের কালচারাল সেন্টারে এ উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ দূতাবাস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রিয়াদের মেয়র প্রিন্স ফয়সাল বিন আব্দুল আজিজ বিন আয়াফ যোগ দেন। তার সঙ্গে সৌদি পররাষ্ট্র মন্ত্রনালয়ের প্রটোকল বিভাগের মহাপরিচালক রাষ্ট্রদূত আব্দুল্লাহ মোহাম্মদ আল রশিদ, শুরা কাউন্সিলের সদস্য ছাড়াও ঊর্দ্ধতম কর্মকর্তারা যোগ দেন। সৌদি আরব ছাড়াও রিয়াদে অবস্থিত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও দূতাবাস প্রধানরা বাংলাদেশের জাতীয় দিবসের আয়োজনে যোগ দিয়ে শুভকামনা জানান।
অনুষ্ঠানে বিদেশি অতিথিরা ছাড়াও বাংলাদেশ কমিউনিটির চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার শতাধিক অভিবাসী অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত বাজানো হয়। পরে রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী অতিথিদের নিয়ে কেক কাটেন। পরে বক্তৃতায় রাষ্ট্রদূত পাটোয়ারী সম্প্রতি যুদ্ধ কবলিত সুদান থেকে প্রায় ৭শ বাংলাদেশীদের প্রত্যার্পনে সৌদি আরবের সহযোগিতায় কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সৌদি আরবে প্রায় ২৮ লাখ বাংলাদেশীর কর্মসংস্থানের জন্য সৌদি বাদশাহ ও ক্রাউন প্রিন্স প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান রাষ্ট্রদূত।
তিনি বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ক এখন নতুন উচ্চতায় পৌছেছে। যা আগামী দিনে ব্যবসা, বিনিয়োগ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, মানবসম্পদ, পরিবেশসহ বিভিন্ন খাতে উত্তরোত্তর বাড়বে বলে আশা করেন তিনি।
সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশের উন্নয়ন, বিনিয়োগ সুবিধা, অর্থনীতি নিয়ে একটি এবং বাংলাদেশের পর্যটন নিয়ে আরেকটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। রিয়াদের বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীদের নিয়ে জয় বাংলা শিরোনামে একটি মনোমুগ্ধকর দলীয় নৃত্য পরিবেশন করা হয়।
আয়োজনে বাংলাদেশি কারুপন্য নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়। বিদেশীরা অনুষ্ঠানে যোগ দিয়ে বাংলাদেশী সংস্কৃতির সাথে পরিচিত হতে পেরে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেন।