1. admin@b-desh.news : admin :
  2. 123@abc.com : itsme :
সোমবার, ০৫ জুন ২০২৩, ০৮:১০ অপরাহ্ন

মিশরের ডিপ্লোম্যাটিক ফুটবল টুর্নামেন্টে প্রথমবারের মতো বাংলাদেশ

আফছার হোসাইন, কায়রো (মিশর) থেকে
  • আপডেট টাইমঃ শুক্রবার, ১৯ মে, ২০২৩
বিখ্যাত ফুটবল তারকা মোহাম্মদ সালাহ’র দেশ মিশরে ডিপ্লোম্যাটিক ফুটবল টুর্নামেন্ট। ১২মে রাজধানী কায়রোর ঐতিহাসিক নীলনদের মধ্যে জামালেক দ্বীপে অবস্থিত আল-জাজিরা স্পোটিং ক্লাবে উদ্বোধন করা হয় ওই টুর্নামেন্ট। পঞ্চমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টে প্রথমবারের মতো অংশ নিলো বাংলাদেশ।
বিশ্বের বিভিন্ন দেশের ৩০টি দূতাবাস এবং আন্তর্জাতিক সংস্থাসমূহ কতৃর্ক  গঠিত দলসমূহের সাথে শিরোপা জেতার লড়াইয়ে অংশ নেয় কায়রোর বাংলাদেশ দূতাবাস।‌
‘বিশ্বকে একত্রিত করছে মিসর’ (UNITING THE WORLD IN EGYPT), স্লোগানে ৩০টি দল ৭টি গ্রুপে ভাগ হয়ে খেলে এই টুর্নামেন্ট। বাংলাদেশ মুখোমুখি হচ্ছে বি-গ্রুপে, যেখানে আছে মালয়েশিয়া, ইতালি, আমেরিকা এবং ব্রাজিল।
প্রতিযোগিতার অন্যদলগুলো হলো ভারত, পাকিস্তান, জার্মান, জাপান,  বুলগেরিয়া, ফিনল্যান্ড, ডেনমার্ক, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, হাংগেরী, যুক্তরাজ্য, সেনেগাল, আর্জেন্টিনা, স্পেন, ফিনল্যান্ড, ভিয়েতনাম ও স্বাগতিক মিশর।
কায়রোর জার্মান দূতাবাসের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হচ্ছে এই কূটনৈতিক ফুটবল টুর্নামেন্ট। বাংলাদেশ দলের হয়ে খেলছেন ইসমাইল, আতাউল, রফিক, ফেরদৌস, নূর, আদম, ফাহিম, ফাইজুল, আফজাল, আহমেদ ও জাবের। প্রথম খেলায় বাংলাদেশ খেলছে মালয়েশিয়ার বিপক্ষে।
মিশরে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মনিরুল ইসলাম জানান, আমরা ‌ডিপ্লোম্যাটিক ফুটবল টুর্নামেন্ট যোগ দিতে পেরে আনন্দিত। এই টুর্নামেন্ট বিভিন্ন দেশ ও জাতির লোকদের একত্রিত করবে।  আনুষ্ঠানিকতার বাইরে ফুটবল মাঠে একে অপরকে জানার এবং ক্রীড়ার সর্বজনীন প্রকৃতি উদযাপন করার সুযোগ করে দেবে।‌
রাষ্ট্রদূত আরো বলেন, আমাদের প্রধান উদ্দেশ্য আন্তর্জাতিক অঙ্গনে জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীত তথা স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে তুলে ধরা। সেই সাথে আমাদের দূতাবাস ও প্রবাসীদের মধ্যে সেতুবন্ধন রচনা করে মিসরে অবস্থিত বিশ্বের বিভিন্ন দেশের কাছে বাংলাদেশকে সুপরিচিত করা।
নকআউট ভিত্তিতে খেলায় ৩০টি দলের মধ্যে সেরা দুই দলকে নিয়ে আগামী ২৬মে  অনুষ্ঠিত হবে ফাইনাল খেলা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2022 b-desh.news
Theme Customized BY — ANT