1. admin@b-desh.news : admin :
  2. 123@abc.com : itsme :
সোমবার, ০৫ জুন ২০২৩, ০৭:৫৯ অপরাহ্ন

বিমানের দুটি ফ্লাইটে জেদ্দা পৌঁছেছেন ৮শ ২৯ হজ যাত্রী

জেদ্দা থেকে বিদেশ সংবাদাতা
  • আপডেট টাইমঃ রবিবার, ২১ মে, ২০২৩

বাংলাদেশের ন্যাশনাল ক্যারিয়ার বিমান বাংলাদেশের দুটি ফ্লাইটে জেদ্দা পৌছেছেন ৮শ ২৯ জন হজ্জযাত্রী। ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারা সকাল সাড়ে ৭টায় বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছান।

প্রথম ফ্লাইটে ৪শ ১৪ জন এবং সকাল সাড়ে ১১টার দ্বিতীয় ফ্লাইটে ৪শ ১৫ জন যাত্রী জেদ্দা পৌঁছান।

বাংলাদেশ থেকে আসা এ সকল যাত্রীদের জেদ্দা বিমানবন্দরে ফুল দিয়ে স্বাগত জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। সৌদি হজ এবং ওমরা বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী ডক্টর  আবদুল ফাত্তাহ বিন সুলাইমান মাশাত এ সময় বাংলাদেশিদের স্বাগত জানান।

জেদ্দা বিমান বন্দরের প্রধান নির্বাহী কর্মকর্তা, সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পদস্থ কর্মকর্তারা এই আয়োজনে উপস্থিত ছিলেন। বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোঃ নাজমুল হক এবং হজ মিশনের কাউন্সিলর মোঃ জহিরুল ইসলাম বিমানবন্দরে হজযাত্রীদের উদ্বোধনী ফ্লাইট পৌছানোর সময় উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী বলেন, আপনাদের যে কোন প্রয়োজনে পাশে থাকবে দূতাবাস, কনস্যুলেট ও বাংলাদেশ হজ মিশন।

হজযাত্রীদের সুষ্ঠ ও সুন্দরভাবে হজ পালনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

বিমানবন্দরের সুন্দর ব্যবস্থাপনা ও উষ্ণ অভ্যর্থনা পেয়ে অভিভূত হন হজ্জ যাত্রীরা। রোড টু মক্কা ইনিশিয়েটিভের আওতায় এ বছর বাংলাদেশী হাজীগণই প্রথম জেদ্দা পৌছালেন। এবার বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২২ হাজার ২শ ২১ জন পবিত্র হজ পালন করবেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2022 b-desh.news
Theme Customized BY — ANT