বাংলাদেশ ও ইতালির মধ্যে ফ্রেন্ডশিপ অ্যান্ড কো-অপারেশন অ্যাসোসিয়েশনের সমঝোতা স্মারক সই হয়েছে। ইতালির সিনেটের ঐতিহাসিক হল রুম ‘এক্স বারবেরিয়া’য় এই গুরুত্বপূর্ণ সমঝোতা সইয়ের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। এ সময় ইতালির সংসদ সদস্য, বিশিষ্ট নাগরিক, ইটালিয়ান ইনস্টিটিউট ফর এশিয়া’র সদস্যবৃন্দ, ইতালিতে বাংলাদেশের অনারারি কনসাল জেনারেল এবং বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইতালির রাজধানী রোমে বাংলাদেশের পক্ষে সমঝোতায় সই করেন বাংলাদেশ অংশের প্রেসিডেন্ট এবং রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান। আর ইতালির পক্ষে সই করেন ওই পক্ষের প্রধান ও সংসদীয় গ্রুপ অব ডেমোক্রেটিক পার্টি অব ইতালি’র (পিডি) সদস্য মার্কো লাকারা।
এ সময় রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন অ্যাসোসিয়েশনের সূচনা লগ্নে দুই পক্ষকে অভিনন্দন জানান এবং সংগঠনের সাফল্য কামনা করেন।
বক্তৃতায় মোমেন, অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দদের বাংলাদেশ সফর করে বাংলাদেশ সম্পর্কে ধারণা নেওয়া ছাড়াও সহযোগিতার নতুন নতুন ক্ষেত্রগুলো নিয়ে আলোচনার আহ্বান জানান।
বক্তৃতায় রাষ্ট্রদূত শামীম আহসান, সংগঠনটি দুই দেশের সম্পর্ক এবং সহযোগিতায় নতুন মাত্রা যোগ করবে বলে আশা করেন।
লাকাররা বাংলাদেশের অসাধারণ সাফল্যের জন্যপ্রশংসা করেন এবং এক সঙ্গে উন্নয়ন কাজ করার ইচ্ছা প্রকাশ করেন।
বাংলাদেশ ও ইতালি কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার সুবর্ণ জয়ন্তী উদযাপন করেছে, তারই অংশ হিসেবে এই সংগঠনটি প্রতিষ্ঠিত হলো বলে জানা গেছে। সংগঠনে বিধি অনুযায়ী, নেতৃত্বে থাকবেন দুই দেশের দুই জন সভাপতি, একজন সহ-সভাপতি এবং একজন পরিচালকসহ মোট ১১ (এগার) জন বোর্ড সদস্য।