1. admin@b-desh.news : admin :
  2. : itsme :
  3. : wp_update-Yo7x9NAv :
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৪৭ অপরাহ্ন

লিবিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় রানার আপ বাংলাদেশের আবু তালহা‌: পুরস্কার ৪৪ লাখ টাকা

আফছার হোসাইন, কায়রো (মিশর) থেকে
  • আপডেট টাইমঃ বুধবার, ১৪ জুন, ২০২৩
আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় রানার-আপ হয়েছেন বাংলাদেশের হাফেজ আবু তালহা। লিবিয়ার রাজধানী বেনগাজিতে অনুষ্ঠিত ১১তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় দেশের নাম উজ্জ্বল করেন তিনি। বিশ্বের ১শ ১৬টি দেশের  প্রতিযোগীর মধ্যে পরিপূর্ণ ৩০ পারা হেফজুল কোরআন প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন তালহা।
এই প্রতিযোগিতা শুধু সম্মানই নয় বরং পুরস্কারের অঙ্কটাও বেশ বড়। বিজয়ী পেয়েছেন ৫০ হাজার ডলার। আর দ্বিতীয় হয়ে বাংলাদেশের তালহা বলেছেন চল্লিশ হাজার ডলার। অন্যদিকে তৃতীয় পুরস্কার প্রাপ্ত জিতেছেন ত্রিশ হাজার ডলার, চতুর্থ স্থানে থাকা জিতেছেন বিশ হাজার ডলার আর পঞ্চম স্থান অধিকার করেছেন দশ হাজার ডলার সমপরিমান দিনার।
হাফেজ আবু তালহা’র সাথে বেনগাজিতে আসা তার প্রধান শিক্ষক যাত্রাবাড়ীর মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রিন্সিপাল শাইখ নেছার আহমেদ আন নাছিরি বলেন, আমার প্রিয় ছাত্র হাফেজ আবু তালহা। সে খুব ভালো তেলাওয়াত করে পুরষ্কার পেয়েছে।‌ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে বাংলাদেশের ১৮ কোটি মানুষের প্রতিনিধিত্ব প্রতিনিধিত্ব করেছে সে।
শায়খ নাছিরী জানান, আবু তালহার বাড়ি সিলেটে এবং তার বাবার নাম আব্দুল খালেক।
বেনগাজি আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার বিচারক ছিলেন ড. সাদিক মুহাম্মদ আবদুল্লাহ (ইয়েমন), ড. আব্দুল জলিল আল-মাহদী (লিবিয়া) ও ড.আব্দুল বারী আল-আলামী (সোমালিয়া) এবং অরো অনেকে দেশের বিচারকগণ।
তালহা উত্তর দনিয়া যাত্রাবাড়ীর শায়েখ নেছার আহমাদ আন নাছিরী পরিচালিত একাধিকবার বিশ্বসেরা পুরুষ্কারপ্রাপ্ত মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2022 b-desh.news
Theme Customized BY — ANT