1. admin@b-desh.news : admin :
  2. : itsme :
  3. : wp_update-Yo7x9NAv :
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫১ অপরাহ্ন

মিশরে বাংলাদেশী শিক্ষার্থীদের ঈদুল আযহা উদযাপন

আফছার হোসাইন, কায়রো (মিশর) থেকে
  • আপডেট টাইমঃ বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩
নানা আয়োজনে ঈদুল আজহা  উদযাপন করলো মিশরেরি বিখ্যাত আল-আজহারসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা।‌
প্রবাস জীবনের একগুঁয়েমি কাটিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ২৮ জুন, বুধবার বাংলাদেশি শিক্ষার্থী ও তাদের পরিবার একত্রিত হয়েছিল বিখ্যাত আল- আজহারে।‌
সূর্যোদয়ের পরপরেই আজহারের ছাত্র নিবাস ‘মদিনাতুল বুউস’ ও বাহিরে বসবাস করা শিক্ষার্থীরা নিজ নিজ এলাকায় ঈদের জামাত শেষে সময় কাটায় একে অপরের বাসায় ও শহরের বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে। মাগরিবের নামাজের পরপরেই রাজধানী কায়রোর ছকরে কুরাইশ মসজিদুত তাইসির হল রুমে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের যোগ দেয় শিক্ষার্থীরা।‌
মিশরে বাংলাদেশি সর্বজনীন শিক্ষার্থীদের সংগঠন ‘ইত্তেহাদ’ অন্যান্য অঙ্গসংগঠনদের নিয়ে আয়োজন করে এই ঈদ পুনর্মিলনী।
সংগঠনটির সাধারণ সম্পাদক সাইমুম আল-মাহদী ও সাংস্কৃতিক সম্পাদক আবদুর রহমানের উপস্থাপনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ কারী আবু সায়েম আজহারী।
ইত্তেহাদের সভাপতি নাজিব শাওকির স্বাগত বক্তব্যের পর অঙ্গসংগঠন আযহার ওয়েলফেয়ার সোসাইটির উপদেষ্টা মাজহারুল ইসলাম আজহারী ও তাজদিদ বিন ওয়াদুদ‌ আজহারী বক্তব্য রাখেন।‌
নাশিদ, ইত্তেহাদ থিম সং ও‌ বিভিন্ন ইসলামি সংগীত পরিবেশনের মাধ্যমে ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করার প্রয়াসে সদস্যদের সরব উপস্থিতি মনে হচ্ছিলো এ যেন মিশরের বুকে এক টুকরো বাংলাদেশ।
শিহাবুদ্দিন আজহারীর দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনা করে মুনাজাত ও শাহেদুল ইসলাম পাটোয়ারীর সমাপনী বক্তব্যের পর আগত সকল অতিথিদের বাংগালির ঐতিহ্যবাহী দস্তরখানায় পরিবেশন‌ করা হয় চিরাচরিত ঈদের খাবার।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2022 b-desh.news
Theme Customized BY — ANT