যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যে ফিলিপাইনের ম্যানিলায় পালনে করা হয়েছে জাতীয় শোক দিবস। ম্যানিলায় বাংলাদেশ দূতাবাসে হাজার বছরের শ্রেষ্ঠ বাংগালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়।
এদিন দূতাবাস কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
সন্ধ্যায় দূতাবাস মিলনায়তনে জাতির পিতা ও তাঁর শহীদ পরিবারবর্গের প্রতি শ্রদ্ধা নিবেদন, জাতির পিতার সংগ্রাম মুখর জীবন, আদর্শ ও কর্মের ওপর আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
জাতীয় শোক দিবসের আলোচনায় রাষ্ট্রদূত এফ এম বোরহান উদ্দিন বলেন, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত ‘সোনার বাংলা’ প্রতিষ্ঠাই ছিল বঙ্গবন্ধুর স্বপ্ন তিনি সকলকে দেশ প্রেম হৃদয়ে ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহবান জানান।
দূতালয় প্রধান সায়মা রাজ্জাকী অনুষ্ঠান সঞ্চালনা করেন। মুক্ত আলোচনা পর্বে উপস্থিত কমিউনিটি সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও বিপুল সংখ্যক রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, নারী নেতৃবৃন্দ এবং গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেন।
পরে জাতির পিতা ও তাঁর পরিবারের সকল শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে কোরআনখানি এবং বিশেষ দোয়া ও মোনাজাত।