যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যে ভিয়েতনামের হ্যানয়ে পালিত হয়েছে জাতীয় শোক দিবস। হ্যানয়ে বাংলাদেশ দূতাবাসে হাজার বছরের শ্রেষ্ঠ বাংগালি, বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়।
দূতাবাস কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠ করা হয়। পরে জাতির পিতা ও তাঁর পরিবারের সকল শহিদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন, বাণী পাঠ, জাতির পিতার উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
জাতীয় শোক দিবসের আলোচনায় ভিয়েতনামে বাংলাদেশের রাষ্ট্রদূত সামিনা নাজ জাতির পিতার জীবনাদর্শ এবং আমাদের স্বাধীনতা অর্জনসহ সকল সংগ্রামে বঙ্গবন্ধুর অবিসংবাদিত নেতৃত্ব ও অপরিসীম আত্মত্যাগের কথা স্মরণ করেন।
আলোচনা পর্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভিয়েতনাম কম্যুনিস্ট পার্টির নেতা ডওুং মিন সান। এছাড়াও প্রবাসী বাংলাদেশী ও ভিয়েতনামী গন্য মান্য ব্যক্তিবর্গ, মিডিয়া ব্যক্তিত্ব, ভিয়েতনামের ব্যবসায়িক প্রতিনিধি,দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারবর্গ।
রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন। পরে জাতির পিতা ও তাঁর পরিবারের সকল শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে কোরআনখানি এবং বিশেষ দোয়া ও মোনাজাত।