1. admin@b-desh.news : admin :
  2. : itsme :
  3. : wp_update-Yo7x9NAv :
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৩১ অপরাহ্ন

মিশর-মেক্সিকো’র ৬৫ বছরের দ্বিপাক্ষিক সম্পর্কের আনুষ্ঠানিকতায় বাংলাদেশের অংশগ্রহণ

কায়রো (মিশর) থেকে সংবাদাতা
  • আপডেট টাইমঃ শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
মিশরের রাজধানী কায়রোতে পালিত হয়েছে মেক্সিকোর জাতীয় দিবস। তবে শুক্রবারের (১৫ সেপ্টেম্বর) কায়রোর মা’দী এলাকার কুটনৈতিক পাড়ায় অনুষ্ঠিত মিশর ও মেক্সিকোর ৬৫ বছর দ্বিপাক্ষিক সম্পর্ক ও জাতীয় দিবসের ওই অনুষ্ঠানেও দারুণভাবে যোগসূত্র তৈরি হয়েছে বাংলাদেশের।
মিশরের এই বিশেষ আয়োজনে যোগ দেন বাংলাদেশের রাষ্ট্রদূত ও তার সহধর্মীনি। মিশরে মেক্সিকোর দূতাবাসে কর্মরত বাঙালি কর্মকর্তা আফছার হোসাইনের কারণেও বাংলাদেশ এই অনুষ্ঠানে খুবই প্রাসঙ্গিক।
এই আয়োজনে বাংলাদেশর রাষ্ট্রদূত ছাড়াও দূতাবাসের বাকি কুটনৈতিকরা যোগ দেন। মেক্সিকান রাষ্ট্রদূতের সরকারি বাসভবনের বাগানে অনুষ্ঠিত দেশটির জাতীয় দিবসের এই অনুষ্ঠানে বাংলাদেশ ছাড়াও বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কুটনৈতিক, আন্তর্জাতিক সংস্থার প্রধান, দেশটির সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং ব্যবসায়ীসহ অন্তত ছয় শতাধিক বিশেষ অতিথি অংশ নেন।
কায়রোতে মেক্সিকান দুতাবাসে কর্মরত বাংলাদেশের রেমিট্যান্স যোদ্ধা ও গনমাধ্যমে কর্মী আফছার হোসাইন বলেন, ‌দীর্ঘ প্রবাস জীবনে নিজ জন্মভূমির প্রতি আনুগত্যে রেখে, সব সময় চেষ্টা করি নিজ দেশের প্রতিনিধিদের যথাযত মর্যাদা ও সন্মান প্রদর্শন করতে।
তিনি আরও বলেন, মেক্সিকো দূতাবাসের বিশাল এই আয়োজন অনুষ্ঠানে ৬শতাধিক অতিথি পেয়ে যতটা আনন্দিত, তার চেয়ে বেশি খুশি আমার দেশের রাষ্ট্রদূত, তার সহধর্মিণী, দূতাবাস প্রধান ও ২য় সচিবকে পেয়ে।

মেক্সিকোর জাতীয় দিবসের অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রদূত

আফছার হোসাইনের সহধর্মিণী নাজমা হোসাইন বলেন, দীর্ঘ ২৮ বছর ধরে আমি মিশরের মেক্সিকান দুতাবাসের জাতীয় দিবস অনুষ্ঠানে আসি। প্রতি বছরেই এই দূতাবাস ও আমার স্বামী আমার‌ দেশের রাষ্ট্রদূতসহ অন্যান্য কুটনৈতিকদের নিমন্ত্রন করে থাকে।
তিনি বলেন, এর আগে‌ শুধু রাষ্ট্রদূত ও তার সহধর্মিণী আসলেও এই প্রথম যোগ দিলেন বাকি কুটনৈতিকরা। বিশেষ করে বিদায়ী রাষ্ট্রদূত ম্যাডামকে পেয়ে আমি খুবেই আনন্দিত।
উল্লেখ্য বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার, গোজাদিয়া ইউনিয়নের, টামনী আকন্দ পাড়া গ্রামের আফছার হোসাইন দীর্ঘ ২৯ বছর ধরে মিশরে মেক্সিকান দুতাবাসে কর্মরত। ২০২০ সালের ১৫ সেপ্টেম্বর দেশটির জাতীয় দিবসে মেক্সিকান সরকারের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পুরস্কার অঠলী (OHTLI) সন্মানে‌ ভূষিত হন এই প্রবাসী। তাছাড়াও একাধিক বার মিশরের আল-আহরাম পুরস্কার ও দুতাবাসের রজত জয়ন্তী পুরস্কারেও  পুরুস্কৃত হয়েছেন আফছার হোসাইন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2022 b-desh.news
Theme Customized BY — ANT