1. admin@b-desh.news : admin :
  2. : itsme :
  3. : wp_update-Yo7x9NAv :
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩৪ অপরাহ্ন

‘নতুন জামায়াত’ গঠন ২ মে!

রিপোর্টারঃ
  • আপডেট টাইমঃ সোমবার, ২৭ এপ্রিল, ২০২০

বি-দেশ নিউজ:
২৭ এপ্রিল, ২০২০

জামায়াতে ইসলামী থেকে বহিস্কৃত কিংবা ছেড়ে আসা নেতারা মিলে নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন। করোনা পরিস্থিতির মধ্যেই মে মাসের ২ তারিখ তাদের দল আত্মপ্রকাশ করবে বলে জানিয়েছেন দলটির উদ্যোক্তারা। সেদিনই দলের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। গঠন করা হবে কেন্দ্রীয় কমিটি। দল গঠনের মূল উদ্যোক্তা ও সমন্বয়ক মজিবুর রহমান মনজু সোমবার অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

উল্লেখ্য, একাত্তরে ভূমিকার জন্য ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে সাড়া না পেয়ে গত বছরের ফেব্রুয়ারিতে জামায়াতে ইসলামী দল ছাড়েন ব্যারিস্টার আবদুর রাজ্জাক। পরদিন বহিষ্কার হন সংস্কারের দাবিতে সরব হওয়া ছাত্রশিবিরের সাবেক সভাপতি মজিবুর রহমান মনজু। একই দাবি জানিয়ে দল ছাড়েন জামায়াতের মজলিশে শূরা সদস্য এবং রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান এ এফ এম সোলায়মান চৌধুরীসহ অনেকে।

জামায়াত থেকে বহিষ্কার ও দলত্যাগী নেতারা নতুন দল গঠনের অংশ হিসেবে গত বছরের ২৭ এপ্রিল ‘জনআকাক্ষার বাংলাদেশ’ প্ল্যাটফর্ম গঠন করেছিলেন। বছর ধরে দেশের সব জেলায় মতবিনিময় সভাও করেছেন তারা।

সোমবার সেগুনবাগিচাস্থ কেন্দ্রীয় কার্যালয় থেকে অনলাইন ভিডিও ব্রিফিংয়ে মজিবুর রহমান বলেছেন, দেশে-বিদেশে হাজারো নাগরিকদের সাথে মতবিনিময় করেছেন তারা। তাদের সবার দেশ নিয়ে আশা, হতাশা আর স্বপ্নের কথা শুনেছেন। সেই আলোকেই ২ মে নতুন রাজনৈতিক দল গঠন করবেন তারা।

অনলাইন বিফ্রিংয়ে যোগ দেন জনআকাঙ্খার কেন্দ্রীয় সংগঠক অধ্যাপক ডাঃ মেজর (অব.) আঃ ওহাব মিনার, এ্যাডভোকেট তাজুল ইসলাম, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ব্যারিস্টার যুবায়ের আহমেদ ভূঁইয়া প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2022 b-desh.news
Theme Customized BY — ANT