1. admin@b-desh.news : admin :
  2. 123@abc.com : itsme :
রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৬:২৩ পূর্বাহ্ন

করোনা প্রতিরোধে বাংলাদেশের পাশে এডিবি: ৫শ মিলিয়নের ঋণ অনুমোদন!

রিপোর্টারঃ
  • আপডেট টাইমঃ শুক্রবার, ৮ মে, ২০২০

বি-দেশ নিউজ:
ঢাকা, ৮ মে, ২০২০

সারাদেশের সব ক’টি জেলায় ছড়িয়ে পরেছে করোনাভাইরাস, যার বিরুদ্ধে প্রতিনিয়ত লড়ে যাচ্ছে বাংলাদেশ। আর করোনাভাইরাসের এই প্রতিরোধ কার্যক্রমে বাংলাদেশের পাশে দাড়িয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। করোনা মোকাবেলায় বাংলাদেশের জন্য ৫শ’ মিলিয়ন মার্কিন ডলারের ঋণ অনুমোদন করার ঘোষণা দিয়েছে সংস্থাটি। আর তাতে সংস্থাটিকে ধন্যবাদ জানিয়েছে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার এডিবি এই অর্থ অনুমোদন করে। এর পরেই অর্থমন্ত্রী সংস্থাটির প্রেসিডেন্ট মাসাতাসুগু আসাকাওয়াকে ফোন করে ধন্যবাদ জানান।

এ সময় অর্থমন্ত্রী বলেন, ‘করোনা দুর্যোাগ পরিস্থিতির মুখোমুখি হওয়ার পরেই আমরা এডিবির কাছে সহায়তার অনুরোধ করেছিলাম। সংস্থাটি তৎক্ষণিকভাবে ঋণ অনুমোদন করেছে,যা করোনা প্রতিরোধে আমাদের জরুরি প্রয়োজন ছিল।’

এডিবির প্রেসিডেন্ট মাসাতাসুগু আসাকাওয়া বলেন, ‘করোনা মহামারি কাটিয়ে উঠতে এডিবি শুরু থেকে বাংলাদেশের পাশে থেকে সহযোগিতা করছে।’
এই ঋণের ফলে দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা আরো বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সংস্থাটি গত ৩০ এপ্রিল এক’শ মিলিয়ন ডলার এবং আজ ৫’শ মিলিয়ন ডলার অনুমোদন করল। সব মিলিয়ে এডিবি করোনা প্রতিরোধ কর্মসূচিতে ৬০২ মিলিয়ন ডলার অনুমোদন করেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2022 b-desh.news
Theme Customized BY — ANT