1. admin@b-desh.news : admin :
  2. : itsme :
  3. : wp_update-Yo7x9NAv :
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩০ অপরাহ্ন

সৌদি আরবে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরানোর উদ্যোগ

রিপোর্টারঃ
  • আপডেট টাইমঃ বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০

বি-দেশ নিউজ
রিয়াদ, ১১ জুন, ২০২০:

সৌদি আরবে আটকে পরা বাংলাদেশিদের দেশে ফেরানোর উদ্যোগ নিয়েছে সরকার। সে জন্য উদ্যোগ গ্রহণ করেছে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস।

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ বলেন, ‘সৌদি আরবে প্রায় ২১ লক্ষ বাংলাদেশি বসবাস করেন, অনেকেই জরুরী পারিবারিক প্রয়োজনে দেশে ফিরতে চান, আবার অসুস্থ প্রবাসীও আছেন, তাছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্ররাও দেশে যাওয়ার অপেক্ষায় আছেন, অনেকে ভিজিট ভিসায় এসে দেশে ফিরে যেতে পারছেনা; সবার কথা বিবেচনা করে আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি।’

উল্লেখ্য, করোনাভাইরাসের কারণে বলতে গেলে বন্ধ হয়ে আছে বিশ্বের যোগাযোগ ব্যবস্থা। সৌদি আরবের সাথেও বাংলাদেশের উড়োজাহাজ চলাচল বন্ধ দীর্ঘদিন। ফলে আটকা পরে আছেন সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিরা। সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে যারা শারীরিকভাবে গুরুতর অসুস্থ কিংবা পারিবারিক জরুরি প্রয়োজনে দেশে ফিরতে চান কিংবা যারা কোম্পানি থেকে ‘ফাইনাল এক্সিট’ নিয়ে চূড়ান্তভাবে দেশে ফিরতে আগ্রহী তাদের দেশে ফেরানোর উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ দূতাবাস।

আটকে পরা বাংলাদেশিদের জন্য আগামী ২০ জুন (সম্ভাব্য তারিখে) সৌদি আরবের রিয়াদ থেকে এবং আগামী পহেলা জুলাই জেদ্দা থেকে বাংলাদেশ বিমানের দুটি বিশেষ ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে বলে আশা করেছে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস। এক্ষেত্রে যাত্রীদের নিজ খরচে দেশে ফিরতে হবে। সে জন্য এই লিংকে প্রবেশ করে (https://docs.google.com/forms/d/e/1FAIpQLSepAeZBIF5dObjPAVhU2T-nbJiEjyNyiISJCW8xHcSlZX3dzQ/viewform) রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য অনুরোধ করেছে দূতাবাস। এছাড়াও আরও জানা যাবে দূতাবাসের ওয়েবসাইট কিংবা অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও।

রাষ্ট্রদূত জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে যার একটি রিয়াদ থেকে ও আরেকটি জেদ্দা বিমান বন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে।

রাষ্ট্রদূত জানান, অগ্রাধিকার ভিত্তিতে এই রেজিস্ট্রেশন সম্পন্ন হবে। রেজিস্ট্রশনকারীদের দূতাবাসের পক্ষ থেকে ফোন করে রিয়াদের জন্য ৪০০ জন ও জেদ্দার জন্য ৪০০ জন প্রবাসীকে টিকেট ক্রয়ের জন্য নির্দিষ্ট সময় জানিয়ে দেয়া হবে। পরবর্তীতে আসন ফাঁকা থাকা সাপেক্ষে অন্যদেরকে ক্রমানুসারে সুযোগ দিতে ফোন করা হবে।

দূতাবাস জানিয়েছে, বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ রিয়াদ-ঢাকা একমুখী যাত্রার টিকেটের মূল্য ইকনমি ক্লাস ২৮০০ সৌদি রিয়াল ও বিজনেস ক্লাস ৩৮০০ সৌদি রিয়াল নির্ধারণ করেছে। আর জেদ্দা-ঢাকা বিমানের একমুখী যাত্রার টিকেটের মূল্য ধরা হয়েছে ইকনমি ক্লাসের জন্য ৩০৩০ সৌদি রিয়াল ও বিজনেস ক্লাস ৪০৩০ সৌদি রিয়াল।

রাষ্ট্রদূত গোলাম মসীহ বলেন, ‘বাংলাদেশী পাসপোর্টধারীগণ যারা দূতাবাসের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন শুধুমাত্র তারাই ওই ফ্লাইটে ভ্রমণ করতে পারবেন। যাত্রীরা সৌদি আরবের বাংলাদেশ বিমানের নির্দিষ্ট অফিস থেকে টিকেট কিনতে পারবেন।’

তবে এক্ষেত্রে যাত্রী করোনায় আক্রান্ত নন বা কোন উপসর্গ নেই এই মর্মে সৌদি কর্তৃপক্ষ-কর্তৃক ইস্যুকৃত সার্টিফিকেট সংগ্রহ করে সঙ্গে রাখতে হবে। ঢাকায় অবতরণের পর বিমানবন্দরে ওই সনদ জমা দিতে হবে। সেই সাথে বাংলাদেশ সরকার নির্ধারিত সঙ্গনিরোধ বা কোয়ারেন্টিন সম্পর্কিত সকল সিদ্ধান্ত মেনে চলতে হবে।

জানানো হয়, প্রত্যেক যাত্রীকে মাস্ক, হ্যান্ড গ্লাভস পরিধান ও প্রয়োজনীয় স্বাস্থ্য-বিধি অবশ্যই মেনে চলতে হবে।

এ সংক্রান্ত বিস্তারিত জানতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেদ্দা ও রিয়াদস্থ রিজিওনাল অফিসের সাথে যোগাযোগের জন্য অনুরোধ করেছে দূতাবাস।রিয়াদ এর জন্য ০৫০৪২৪৬৩৫২ ও ০৫৬ ৯৬৪ ১৮২৪ নম্বরে এবং জেদ্দার জন্য ০৫৫ ৮৮৭ ২৫৮০ ও ০৫০ ৫৬১ ৮২১৩ নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2022 b-desh.news
Theme Customized BY — ANT