বি-দেশ নিউজ
লন্ডন ১৩ জুন, ২০২০:
দ্বিতীয় দফায় দেশে ফিরছেন ব্রিটেনে আটকে পরা বাংলাদেশিরা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট বিজি-৪১০৬ স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় আটকে পরা ১৫৩ জন বাংলাদেশিকে নিয়ে ঢাকার উদ্দেশে লন্ডন ছাড়ে।
বাংলাদেশ সরকারের উদ্যোগে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের বিশেষ ব্যবস্থাপনায় যাত্রীদের দেশে ফেরত পাঠানো হয়। বাংলাদেশ সময় আজ দিবাগত রাত সাড়ে বারোটায় (রোববার, ১৪ জুন) ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছাবে বলে আশা করা হচ্ছে।
করোনা ভাইরাসের কারণে আন্তর্জাতিক রুটে উড়োজাহাজ চলাচল বন্ধ থাকায় এতদিন ধরে আটকে ছিলেন এই বাংলাদেশিরা। পররাষ্ট্র মন্ত্রনালয়ের সার্বিক সহযোগিতা আর লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের ঐকান্তিক চেষ্টায় অবশেষে তাদের দেশে ফেরার সুযোগ হলো।
এ সময় যাত্রীদের হিথ্রো বিমানবন্দরে এসে বিদায় জানান ব্রিটেনে বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম। এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারকে বিমানের বিশেষ ফ্লাইট ব্যবস্থার জন্য ধন্যবাদ জানান।
মুনা তামনিম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের সকল দূতাবাস ও হাইকমিশনকে আটকে পরা বাংলাদেশিদের দেশের ফেরানোর উদ্যোগ নিতে নির্দেশনা দিয়েছেন। তারই অংশ হিসেবে লন্ডনে বাংলাদেশ হাইকমিশন বাংলাদেশিদের নিরাপদে দেশে ফেরার ব্যবস্থা করেছে।’
এ সময় হাইকমিশনার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রনালয় এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকেও ধন্যবাদ জানান। কৃতজ্ঞতা প্রকাশ করেন ব্রিটেনর পররাষ্ট্র ও কমনওয়েলথ দপ্তরের সংশ্লিষ্টদের প্রতিও।