বি-দেশ নিউজ
৩ জুলাই, ২০২০
ভিয়েতনাম থেকে দেশে ফিরলেন আটকে পরা বাংলাদেশিরা। বাংলাদেশে আটকে পরা ভিয়েতনামের নাগরিকদের ফিরিয়ে নিতে দেশটির সরকার একটি বিশেষ ফ্লাইট পাঠায়। সেটিতে করেই ফিরে এসেছেন দেশটিতে আটকে পরা ১১ বাংলাদেশী। ভিয়েত-জেট এয়ারলাইন্সের একটি বিশেষ বিমান যোগে তারা বাংলাদেশে ফেরেন।
কোভিড-১৯ মহামারীর কারণে ভিয়েতনামে আটকে পড়েছিলেন এই বাংলাদেশীরা। প্রত্যাবাসিত বাংলাদেশীদের মধ্যে ২ জন ভিয়েতনামে কর্মরত ছিলেন। আর বাকি ৯ জন ভিয়েতনামে মিথ্যা চাকুরির প্রতারনার শিকার হয়ে আটকে ছিলেন।
বাংলাদেশ থেকে ভিয়েতনাম নাগরিকদের ফিরিয়ে আনার জন্য ভিয়েতনাম পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকায় ভিয়েতনামের দূতাবাস এই বিশেষ ফ্লাইটটির আয়োজন করে। বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় ও ভিয়েতনামে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের অনুরোধে দেশডিটর সরকার এ বিমানে আটকে পড়া বাংলাদেশীদের ফিরিয়ে নিতে রাজি হয়।
বাংলাদেশের রাষ্ট্রদূত সামিনা নাজ ও হ্যানয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা প্রত্যাবসন সংক্রান্ত সার্বিক সহযোগিতা করেন। তারা বিমানবন্দরে উপস্থিত থেকে প্রত্যাবসনরত বাংলাদেশীদের বিদায় জানান।