তাবলিগ জামাতের ভারতীয় প্রধান মাওলানা সাদের খোঁজ পাওয়ার দাবি করেছে দিল্লির পুলিশ।
ভারতীয় দৈনিক আনন্দবাজারপত্রিকার খবরে বলা হয়েছে, সরকারিভাবে পুলিশের তরফে এ নিয়ে কোনও মন্তব্য করা না হলেও দিল্লির জাকিরনগর এলাকায় যে বাড়িটিতে সাদ এখন রয়েছেন, সেটি শনাক্ত করতে পেরেছে তারা।
সূত্রের খবর, চিকিৎসকদের পরামর্শে নিজে থেকেই ঘরবন্দি রয়েছেন সাদ।
১৪ দিন কোয়ারেন্টিনের সময়সীমা পেরিয়ে গেলেই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে সিদ্ধান্ত পুলিশের।
তার বিরুদ্ধে অভিযোগ, তিনি প্রশাসনের নির্দেশ অমান্য করে ওই এলাকায় প্রথমে জমায়েত করেন।
পরে তাতে অংশ নেয়া লোকজনকে একটি ছতলা বাড়ির মধ্যে ঘিঞ্জি পরিবেশে প্রায় সপ্তাহখানেক রেখে দেন।