বি-দেশ নিউজ:
২৫ এপ্রিল, ২০২০
দেশের শাসনব্যবস্থা কতটা ভঙ্গুর তা করোনাভাইরাসে প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, করোনা আমাদেরকে দেখিয়ে দিয়েছে, স্বাস্থ্যব্যবস্থা পুরোপুরি ভেঙে গেছে। স্বাস্থ্যব্যবস্থা আছে বলেই মনে হয় না। সাধারণ রোগীরা কোনো চিকিৎসা পায় না। এটাই এখন দেশের বাস্তবতা।
তিনি অভিযোগ করেন, সরকারের একলা চলো নীতির কারণেই জনগণ করোনাভাইরাসের প্রচণ্ড ঝুঁকির মধ্যে পড়েছে।
শনিবার গুলশানে বিভিন্ন সময়ে গুম-খুন হওয়া এবং নির্যাতিত পরিবারের সদস্যদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া ঈদ উপহার দেওয়ার জন্য ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছাত্রদলের নিহত নুর আলম, নুরুজ্জামান ও মাহবুবুর রহমান বাপ্পীর পরিবারের হাতে ঈদ উপহার তুলে দেন বিএনপির মহাসচিব। সারাদেশে গুম-খুন-নির্যাতনে নিহত সহস্রাধিক নেতা-কর্মীর পরিবারের কাছে উপহার পৌঁছিয়ে দেওয়া হবে বলে জানান তিনি।
ফখরুল ইসলাম বলেন, করোনাভাইরাসকে প্রতিরোধ করার জন্য যে সম্মিলিত উদ্যোগ নেওয়া উচিত ছিলো, অথচ সরকার ব্যর্থ হয়েছে।
সরকারের প্রতি আহ্বান রেখে বিএনপির মহাসচিব বলেন, এখন রাজনৈতিক বিতর্কের সময় নয়, এটা এখন রাজনৈতিক প্রতিহিংসার সময় নয়। অহংকার বাদ দিয়ে আসুন সমগ্র জাতিকে আমরা ঐক্যবদ্ধ করে সমগ্র জাতিকে করোনাভাইসের আগ্রাসন মোকাবিলা করার চেষ্টা করি। সেই উদ্যোগ গ্রহন করুন।
বিএনপির নির্বাহী সদস্য ব্যারিস্টার মীর হেলালের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে রুহুল কবির রিজভী, আমিনুল ইসলাম, ইশরাক হোসেন, আতিকুর রহমান রুমন, সুলতান সালাহউদ্দিন টুকু, ইয়াসীন আলী উপস্থিত ছিলেন।