বি’দেশ প্রতিনিধি
প্রিটোরিয়া, ১৬ ডিসেম্বর ২০২৫:
প্রিটোরিয়ায় বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে মহান বিজয় দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে বিজয় দিবসের উদযাপন শুরু হয়।
হাইকমিশনের প্রথম সচিব মোঃ তৌফিকুল ইসলাম রাষ্ট্রপতির বাণী পাঠ করেন, এবং দ্বিতীয় সচিব মোঃ আশরাফুল হক প্রধান উপদেষ্টার বাণী তুলে ধরেন। অধ্যাপক আদেমোলা ওলানিরান বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের ছাত্র আন্দোলনের প্রসঙ্গ তুলে গণতন্ত্রের গুরুত্ব ব্যাখ্যা করেন।
অধ্যাপক মোঃ শহীদুল ইসলাম বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা যৌথ গবেষণার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। সম্মানসূচক কনসাল লে রু দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক জোরদারের গুরুত্ব তুলে ধরেন। হাইকমিশনার শাহ আহমেদ শফি বিজয় দিবসের চেতনা ও দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক প্রসারিত করার কথা উল্লেখ করেন।
অনুষ্ঠানে কূটনৈতিক মিশনের সদস্যবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদ, সম্মানিত অতিথি ও প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সুস্বাদু মধ্যাহ্নভোজ পরিবেশন করা হয়।
