ঢাকাTuesday , 10 June 2025
  1. অভিজ্ঞতা
  2. অভিবাসন
  3. অর্থনীতি
  4. অস্ট্রেলিয়া
  5. আফ্রিকা
  6. আমেরিকা
  7. ইউরোপ
  8. এভিয়েশন
  9. এশিয়া
  10. কূটনীতি
  11. খেলা-বিনোদন
  12. ঘোষণা
  13. চাকরী
  14. দূতাবাস
  15. দেশের খবর
আজকের সর্বশেষ সবখবর

মিশরে বাংলাদেশি শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী ও নবীন বরণ।

Link Copied!

বিশ্বের অন্যতম প্রাচীনতম বিদ্যাপীঠ মিশরের বিখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের বৃহত্তর অঙ্গসংগঠন ‘আযহার ওয়েলফেয়ার সোসাইটি’ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আয়োজন করলো বাৎসরিক ঈদ পুনর্মিলনী ও নবীন বরণ অনুষ্ঠান ।

শনিবার (৭ জুন) সন্ধ্যায় মিশরের রাজধানী কায়রোর আল-সফা মিলনায়তনে সোহাইটির সভাপতি মোঃ শিহাব উদ্দিন এর সভাপতিত্বে ঈদ পুনর্মিলনী ও নবীন-বরণ অনুষ্ঠানটি নবাগত শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণে এক আনন্দঘন মিলন মেলায় পরিণত হয়।

তাওহিদুল ইসলাম, সফিউল্লাহ ও আবরার ফাহিমের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে সভাপতি তার সংক্ষিপ্ত বক্তব্যে আমন্ত্রিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা ও স্বাগত জানিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন।

অনুষ্ঠানে আল-আযহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনায় উন্নতি ও পদ্ধতি শীর্ষক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মুহিব্বুর রহমান মাসুম। তিনি আল-আযহারের পাঠক্রম পঠন পদ্ধতি ও ক্যারিয়ার পরিকল্পনা নিয়ে বাস্তব ভিত্তিক দিকনির্দেশনা প্রদান করেন উপস্থিত শিক্ষার্থীদের ।

পিএইচডি গবেষক আবু আদনান মুহিব্বুর রহমান ‘ইসলামে ঐক্যের গুরুত্ব ও প্রয়োজনীয়তা শীর্ষক আলোচনা করেন। তিনি তাঁর বক্তব্যে ইসলামী ভ্রাতৃত্ব ও ঐক্যের বিষয়টি নতুন ভাবে অনুধাবনের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।‌

এসময় আল-আযহারে সদ্য আগত নবীন শিক্ষার্থীদের হাতে উপহার স্বরূপ তুলে দেওয়া হয় মূল্যবান বই। এই পর্বে নতুনদের আত্মবিশ্বাস ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল বিশেষ লক্ষণীয়।

অনুষ্ঠানে উপস্থিত শিশুদের মাঝে বিতরণ করা হয় খেলনা, চকলেট ও ছোট উপহার। শিশুদের উচ্ছ্বাস, কোলাহল ও হাসিমুখ পুরো অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।

তাছাড়াও অনুষ্ঠানের শেষ ভাগে আয়োজন করা হয় জ্ঞানভিত্তিক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ। নবীন-প্রবীণ সকলে এতে অংশগ্রহণ করেন, যা অনুষ্ঠানে মেধা ও মননের এক দারুণ ছাপ ফেলে।

আযহারের প্রাক্তন শিক্ষার্থী‌ ব্যাবসায়ী মাওলানা আখতার হোসেন তার বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন। তিনি তার বক্তব্যে ভ্রাতৃত্ব, ত্যাগ ও তাকওয়ার অনুপ্রেরণাদায়ক দিকটি তুলে ধরা হয়।

উৎসবমুখর, শৃঙ্খলাবদ্ধ ও শিক্ষামূলক ঈদ পুনর্মিলনী ও নবীন-বরণ অনুষ্ঠানটিতে কায়রো ও আশেপাশের এলাকা থেকে আগত প্রবাসী ও শিক্ষার্থী মিলিয়ে উপস্থিত ছিলেন পাঁচ শতাধিক অতিথি ।

অনুষ্ঠান শেষে অতিথিদের জন্য পরিবেশন করা হয় বাঙালি স্বাদের বিশেষ আপ্যায়ন, কোরবানির গরুর মাংস দিয়ে তৈরি দেশীয় ঐতিহ্যবাহী খাবার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০