ঢাকাMonday , 25 November 2024
  1. অভিজ্ঞতা
  2. অভিবাসন
  3. অর্থনীতি
  4. অস্ট্রেলিয়া
  5. আফ্রিকা
  6. আমেরিকা
  7. ইউরোপ
  8. এভিয়েশন
  9. এশিয়া
  10. কূটনীতি
  11. খেলা-বিনোদন
  12. ঘোষণা
  13. চাকরী
  14. দূতাবাস
  15. দেশের খবর
আজকের সর্বশেষ সবখবর

আল-আজহার থেকে এমফিল ডিগ্রি অর্জন করলেন‌ মুন্সীগঞ্জের শিহাব উদ্দিন

Link Copied!

বিশ্ব বিখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয়ের উসুলুদ্দীন অনুষদের হাদিস বিভাগ থেকে সর্বোচ্চ ফলাফল মুমতাজ বা ‘এক্সিলেন্ট’ মান পেয়ে এমফিল ডিগ্রি অর্জন করেছেন ঢাকার ডেমরা থানার দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসার প্রাক্তন শিক্ষার্থী মোহাম্মদ শিহাব উদ্দিন আজহারী।

২৫ নভেম্বর, সোমবার বিশ্ববিদ্যালয়টির উসুলুদ্দীন অনুষদের ইমাম আহমাদ আত-তাইয়িব হলে অনুষ্ঠিত এমফিল আলোচানা হয়। সেমিনারে সুপারভাইজার ছিলেন উসুলুদ দীন বিভাগের প্রধান ও ইসলামিক বিজ্ঞান অনুষদের হাদিস বিষয়ক অধ্যাপক ড. খালিদ শাকির আতিয়াহ সুলাইমান (হাফি:)।

শিহাব উদ্দিনের গবেষণার বিষয় ছিল: হানাফী মাযহাবের প্রসিদ্ধ আলেম ‘ইমাম নাসাফী রহ: রচিত প্রসিদ্ধ তাফসির গ্রন্থ আত-তাইসির ফিত তাফসির’ কিতাবে বর্ণিত সূরা তাহরিমের ৪ নাম্বার আয়াত থেকে সুরা ইনসানের ৯ নাম্বার আয়াত পর্যন্ত হাদিসের (মারফু ও মাওকুফ) তাখরিজ, দিরাসা ও হুকুম।

অনুষ্ঠানটির মুনাকিশ ছিলেন ইসলামিক থিওলোজি অনুষদের (হাদিস বিভাগ) অধ্যাপক ড. হিশাম ইবরাহিম ফারজ মুহাম্মাদ ও কুল্লিয়াতুদ দেরাসাতুল ইসলামিয়ার হাদিস বিভাগের প্রাক্তন সহকারী অধ্যাপক ড. হাসান কামাল হাসান আল কছবী।

দীর্ঘ তিন ঘন্টা আলোচনা শেষে সম্মানিত সুপারভাইজারগণ এমফিল গবেষক মুহাম্মাদ শিহাব উদ্দীন আজহারীকে সর্বোচ্চ ফলাফল মুমতাজ (এক্সিলেন্ট) প্রদানের মাধ্যমে উত্তীর্ণ ঘোষণা করেন।

এসময় উপস্থিত সুপারভাইজারগণ, মিশরে অধ্যায়নরত বাংলাদেশী ছাত্র সংগঠন ‘ইত্তেহাদ’-এর ছাত্রনেতৃবৃন্দ, দেশী বিদেশী শিক্ষার্থী ও সহপাঠীরা গবেষককে ফুলেল শুভেচ্ছা জানান।

মুন্সীগঞ্জ জেলা টঙ্গীবাড়ী উপজেলার মান্দ্রা গ্রামের মরহুম আব্দুস সোবহান মুন্সীর ছেলে মুহাম্মাদ শিহাব উদ্দীন আজহারী ডেমরার দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসা থেকে দাখিল ও আলিম পাশ করে ২০১৫ সালে আল- আজহার বিশ্ববিদ্যালয়ের বৃত্তি নিয়ে উচ্চ শিক্ষার্থে মিশর আসেন।‌

গবেষক মুহাম্মাদ শিহাব উদ্দীন আজহারী বি’দেশ নিউজের প্রতিবেদককে বলেন, আজকের এই সফলতার পিছনে দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসার শিক্ষকবৃন্দের অবদান অনস্বীকার্য। বিশেষভাবে মুহতারাম অধ্যক্ষ মহোদয়সহ নাজাত কাননের প্রতি এই সফলতা উৎসর্গ করলাম।

তিনি আরো বলেন, আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে এই ইলমী অনুষ্ঠানটি সুন্দর ভাবে আয়োজন সম্পন্ন করার জন্য যাঁরা মেধা, শ্রম ও সময় দিয়ে বিভিন্ন ভাবে আমাকে সহযোগিতা করেছেন মহান আল্লাহ পাক আপনাদের মনের নেক আশা গুলো কবুল করুন এবং ইসলামের একনিষ্ঠ খাদেম হিসেবে কবুল করুন।

অনুষ্ঠান শেষে দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসার উপধাক্ষ আলহাজ্ব হযরত মাওলানা মুহাম্মাদ মাহবুবুর রহমান রাজাপুরী গবেষককে শুভেচ্ছা জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০