ঢাকাThursday , 17 October 2024
  1. অভিজ্ঞতা
  2. অভিবাসন
  3. অর্থনীতি
  4. অস্ট্রেলিয়া
  5. আফ্রিকা
  6. আমেরিকা
  7. ইউরোপ
  8. এভিয়েশন
  9. এশিয়া
  10. কূটনীতি
  11. খেলা-বিনোদন
  12. ঘোষণা
  13. চাকরী
  14. দূতাবাস
  15. দেশের খবর
আজকের সর্বশেষ সবখবর

ইতালিতে বৈধভাবে কর্মী নেওয়া শুরু করলো ইতালবাংলা

Link Copied!

১৭ অক্টোবর, ২০২৪

ইতালির কোম্পানীর চাহিদা অনুযায়ি দেশটির শ্রম ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে ইতালিতে দক্ষ কর্মী পাঠাচ্ছে ইতাল বাংলা। পাঠানোর আগে ইতালিয়ান ভাষা, কারিগরি প্রশিক্ষণ, স্বাস্থ্য নিরাপত্তা ও সামাজিক সচেতনতার ওপর প্রশিক্ষণ দিচ্ছে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটির দাবি, ইতালিয়ান মালিকের চাহিদা অনুসারেই কর্মী নিয়োগ করছে বাংলা ড্রিম।

১৭ অক্টোবর, বৃহস্পতিবার ভোর ৪টায় বাংলাদেশ বিমানে চরে বাংলা ড্রিম প্রকল্পের চার জন লিংকিং অপারেটর ইতালিতে রওনা করেছে বলে জানানো হয় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে।

প্রথম যাত্রায় গিয়েছেন কিশোরগঞ্জের রুবেল মিয়া, ময়মনসিংহের রাজিব মিয়া ও মনির হোসেন, পঞ্চগড়ের মাহিদুর রহমান।

এ নিয়ে পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে ইতালবাংলা সমন্বয় উন্নয়ন সমিতির সভাপতি শাহ মোহাম্মদ তাইফুর রহমান বলেন, দক্ষ জনশক্তি মাধ্যমে ইউরোপে কর্মী প্রেরণের পথ সুগম করতে আমরা বাংলাদেশ সরকারের সাথে একযোগে কাজ করতে এই কর্মসূচি হাতে নিয়েছি।

বাংলাদেশ সরকারের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)র সাথে ট্রেনিং সেন্টারসমূহে ইতালিয়ান ভাষা ও ইউরোপীয়ান স্ট্যান্ডার্ড মেইনটেইন করে কর্মীদের প্রস্তুত করার কার্যক্রমের প্রস্তাবও জমা দিয়েছে প্রতিষ্ঠানটি।

তাদের আশা, আগামী পাঁচ বছরের মধ্যে কমপক্ষে ১০ লক্ষ বাংলাদেশী কর্মীকে ইউরোপের বিভিন্ন দেশে প্রেরণ করা সক্ষম হবে।

প্রতিষ্ঠানটি জানায়, ৪ জন দক্ষকর্মী ইতালিতে নিরাপদে পৌঁছেছেন এবং আগামীকাল থেকে তারা কর্মস্থলে যোগদান করবেন।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ মাইগ্রেন্টস ফাউন্ডেশনের (বিএমএফ) চেয়ারম্যান ও বাংলাদেশ মাইগ্রেশন ডেভেলপমেন্ট ফোরাম (বিএমডিএফ) এর যুগ্মসাধারণ সম্পাদক জয়নাল আবেদীন জয় ইউরোপীয় অভিবাসনে দক্ষকর্মী প্রেরণে পথ সচল করায় ইতালবাংলাকে ধন্যবাদ জানিয়েছেন।

#প্রেসবিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০