বি’দেশ প্রতিনিধি
রিয়াদ, ১৮ ডিসেম্বর:
সৌদি আরবের রাজধানী রিয়াদে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস।
দিবসটি উপলক্ষে আলোচনা সভায় রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন বাংলাদেশ থেকে কাজ শিখে এবং দক্ষতার সনদ নিয়ে সৌদি আরবে আগমনের জন্য প্রবাসী ও আগ্রহী কর্মীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, সৌদি আরবে দক্ষ কর্মীদের বেতন তুলনামূলকভাবে বেশি এবং তাদের কর্মসংক্রান্ত সমস্যাও কম। দক্ষ জনশক্তি প্রেরণ করা গেলে প্রবাসী কর্মীদের ভোগান্তি উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।
রাষ্ট্রদূত বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং ২০২৪ সালের জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে প্রবাসীদের রেমিট্যান্স শাটডাউনসহ বিভিন্ন অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে বৈধপথে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে সচল রাখায় প্রবাসীদের ভূয়সী প্রশংসা করেন।
তিনি জানান, সৌদি আরব দক্ষতার ভিত্তিতে বিভিন্ন পেশার শ্রেণিবিন্যাস করেছে এবং ভবিষ্যতে দক্ষতার সনদ ছাড়া কাজের ভিসা পাওয়া কঠিন হবে। বাংলাদেশ থেকে সৌদি সরকার অনুমোদিত দক্ষতার সনদ প্রদান করা হচ্ছে, যা কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আসন্ন ১২ ফেব্রুয়ারি ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ তুলে ধরে তিনি ২৫ ডিসেম্বরের মধ্যে পোস্টাল ভোট বিডি (Postal Vote BD) অ্যাপে নিবন্ধনের আহ্বান জানান।
দিবসটির অংশ হিসেবে দূতাবাস প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ভোটার নিবন্ধন হেল্প ডেস্ক পরিচালিত হয়। অনুষ্ঠানে দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রিয়াদ ও আশপাশের বিভিন্ন অঞ্চল থেকে আগত সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।
