ঢাকাThursday , 18 December 2025
  1. অভিজ্ঞতা
  2. অভিবাসন
  3. অর্থনীতি
  4. অস্ট্রেলিয়া
  5. আফ্রিকা
  6. আমেরিকা
  7. ইউরোপ
  8. এভিয়েশন
  9. এশিয়া
  10. কূটনীতি
  11. খেলা-বিনোদন
  12. ঘোষণা
  13. চাকরী
  14. দূতাবাস
  15. দেশের খবর
আজকের সর্বশেষ সবখবর

মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ১৮ সাংবাদিক

admin
December 18, 2025 12:33 pm
Link Copied!

বি’দেশ ডেস্ক
ঢাকা, ১৮ ডিসেম্বর ২০২৫:

অভিবাসন খাতে অনুসন্ধানী ও দায়িত্বশীল সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি হিসেবে মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫ পেয়েছেন ১৮ জন সাংবাদিক। আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাজধানী ঢাকার একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর বাংলাদেশ প্রধান ম্যাক্স ট্যানন এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডের রেইজ প্রকল্প পরিচালক যুগ্ম সচিব ড. এ.টি.এম. মাহবুব-উল করিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন দৈনিক সমকালের সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী।

জাতীয় দৈনিক বিভাগে প্রথম হয়েছেন দৈনিক সমকালের রাজীব আহমদ, দ্বিতীয় কালের কণ্ঠের রাসেল আহমেদ এবং যৌথভাবে তৃতীয় হয়েছেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের কানিজ ফাতেমা ও প্রথম আলোর মো. মহিউদ্দিন। আঞ্চলিক পত্রিকা বিভাগে প্রথম বাংলার পত্রিকার তরিকুল ইসলাম মোহাম্মদ হাসান। অনলাইন বিভাগে প্রথম স্থান অর্জন করেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের কামরান সিদ্দিকী, জসিম উদ্দিন ও সালেহ শফিক। টেলিভিশন সংবাদ বিভাগে প্রথম হন চ্যানেল ২৪-এর সম্রাট হোসেন। অনুসন্ধানী টেলিভিশন প্রোগ্রাম বিভাগে পুরস্কার পায় ইনডিপেনডেন্ট টেলিভিশনের ‘তালাশ’। রেডিও বিভাগে পুরস্কার পেয়েছেন রেডিও তেহরানের ঢাকার প্রধান বাদশা মিয়া।

অনুষ্ঠানে বক্তারা নিরাপদ ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করা, অভিবাসন ব্যয় কমানো এবং অভিবাসীদের মানবিক গল্প তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও প্রাইজমানির চেক প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০