ঢাকাTuesday , 6 January 2026
  1. অভিজ্ঞতা
  2. অভিবাসন
  3. অর্থনীতি
  4. অস্ট্রেলিয়া
  5. আফ্রিকা
  6. আমেরিকা
  7. ইউরোপ
  8. এভিয়েশন
  9. এশিয়া
  10. কূটনীতি
  11. খেলা-বিনোদন
  12. ঘোষণা
  13. চাকরী
  14. দূতাবাস
  15. দেশের খবর
আজকের সর্বশেষ সবখবর

প্রিটোরিয়ায় বাংলাদেশ হাইকমিশনে বেগম খালেদা জিয়ার ইন্তেকালে দোয়া মাহফিল

admin
January 6, 2026 1:07 pm
Link Copied!

বি’দেশ প্রতিনিধি
প্রিটোরিয়া, ২ জানুয়ারি ২০২৬:

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালের পর তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২ জানুয়ারি ২০২৬ তারিখে হাইকমিশন চ্যান্সারিতে আয়োজিত এই অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত, খতমে কোরআন এবং বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। আসর নামাজের পর অনুষ্ঠিত দোয়ায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি বাংলাদেশের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি কামনা করা হয়।

অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির উল্লেখযোগ্যসংখ্যক সদস্য ছাড়াও সাংবাদিক, ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবীরা অংশগ্রহণ করেন। উপস্থিত সবাই গভীর শ্রদ্ধা ও শোকের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রীর স্মৃতির প্রতি সম্মান জানান।

এ উপলক্ষে বাংলাদেশ হাইকমিশন প্রিটোরিয়ায় সরকারি কূটনৈতিক কোরের সদস্যদের স্বাক্ষরের জন্য একটি শোকবই খোলা হয়েছে। শোকবইটি আগামী ৫ ও ৬ জানুয়ারি ২০২৬, প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত স্বাক্ষরের জন্য উন্মুক্ত ছিলো।

বাংলাদেশ হাইকমিশন প্রিটোরিয়া মরহুমার রুহের মাগফিরাত কামনায় সংশ্লিষ্ট সবার কাছে দোয়া কামনা করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০