বি’দেশ প্রতিনিধি
প্রিটোরিয়া, ২ জানুয়ারি ২০২৬:
বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালের পর তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২ জানুয়ারি ২০২৬ তারিখে হাইকমিশন চ্যান্সারিতে আয়োজিত এই অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত, খতমে কোরআন এবং বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। আসর নামাজের পর অনুষ্ঠিত দোয়ায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি বাংলাদেশের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি কামনা করা হয়।
অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির উল্লেখযোগ্যসংখ্যক সদস্য ছাড়াও সাংবাদিক, ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবীরা অংশগ্রহণ করেন। উপস্থিত সবাই গভীর শ্রদ্ধা ও শোকের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রীর স্মৃতির প্রতি সম্মান জানান।
এ উপলক্ষে বাংলাদেশ হাইকমিশন প্রিটোরিয়ায় সরকারি কূটনৈতিক কোরের সদস্যদের স্বাক্ষরের জন্য একটি শোকবই খোলা হয়েছে। শোকবইটি আগামী ৫ ও ৬ জানুয়ারি ২০২৬, প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত স্বাক্ষরের জন্য উন্মুক্ত ছিলো।
বাংলাদেশ হাইকমিশন প্রিটোরিয়া মরহুমার রুহের মাগফিরাত কামনায় সংশ্লিষ্ট সবার কাছে দোয়া কামনা করেছে।
