বি’দেশ প্রতিনিধি
আলজিয়ার্স, ১৬ ডিসেম্বর ২০২৫:
আলজিয়ার্সে বাংলাদেশে দূতাবাসের আয়োজনে উদযাপন করা হয়েছে ‘মহান বিজয় দিবস-২০২৫’।
১৬ ডিসেম্বর সকাল ৯টায় দূতাবাস প্রাঙ্গণে জাতীয় সঙ্গীতসহ জাতীয় পতাকা উত্তোলন করেন বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ নাজমুল হুদা। এরপর দূতাবাসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে ৭১-এর মুক্তিযুদ্ধ ও ২৪-এর গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করেন এবং তাদের অবদানের কথা তুলে ধরেন। তিনি প্রবাসী বাংলাদেশিদের উন্নয়নে একযোগে কাজ করার আহ্বান জানান।
এছাড়া, তিনি প্রধান উপদেষ্টার নেতৃত্বে সরকারের চলমান সংষ্কার কার্যক্রম ও প্রবাসীদের ভোটাধিকার নিয়ে কথা বলেন। অনুষ্ঠান শেষে অতিথিদের ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবার পরিবেশন করা হয়।
