ঢাকাWednesday , 17 December 2025
  1. অভিজ্ঞতা
  2. অভিবাসন
  3. অর্থনীতি
  4. অস্ট্রেলিয়া
  5. আফ্রিকা
  6. আমেরিকা
  7. ইউরোপ
  8. এভিয়েশন
  9. এশিয়া
  10. কূটনীতি
  11. খেলা-বিনোদন
  12. ঘোষণা
  13. চাকরী
  14. দূতাবাস
  15. দেশের খবর
আজকের সর্বশেষ সবখবর

অটোয়ায় মহান বিজয় দিবসে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকার বিষয়টি তুলে ধরলেন হাইকমিশনার

admin
December 17, 2025 1:43 pm
Link Copied!

বি’দেশ প্রতিনিধি
অটোয়া, ১৬ ডিসেম্বর ২০২৫:

কানাডার অটোয়ায় বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৫ উদযাপিত হয়। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের ক্রমবর্ধমান ভূমিকা তুলে ধরা হয়।

দিবসের প্রথম পর্বে হাইকমিশনার মোঃ জসীম উদ্দীন বাংলাদেশ হাউজে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং এ সময় জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এরপর মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এই সময় হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী ও অতিথিরা উপস্থিত ছিলেন।

বিকেলে হাইকমিশনের অডিটোরিয়ামে এক বিশেষ আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে বাংলাদেশি কমিউনিটির সদস্য, কানাডায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে মুক্তিযুদ্ধের শহীদদের পাশাপাশি ২০২৪ সালের জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়, যা মুক্তিযুদ্ধের চেতনা ও আকাঙ্ক্ষাকে তুলে ধরে।

হাইকমিশনার মোঃ জসীম উদ্দীন তার সমাপনী বক্তব্যে বলেন, প্রবাসী বাংলাদেশিরা দীর্ঘদিন ধরে রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তিনি আরও বলেন, এখন সময় এসেছে রেমিট্যান্স প্রেরণের পাশাপাশি প্রবাসীদের আরও সক্রিয়ভাবে দেশের উন্নয়নে অংশগ্রহণের। দক্ষতা বিনিময়, উদ্ভাবন এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি সুদৃঢ় করতে প্রবাসীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি প্রবাসীদের নাগরিক দায়িত্বের প্রতি গুরুত্ব আরোপ করে ভোটদানে নিবন্ধনের আহ্বান জানান এবং বলেন, রাজনৈতিক অংশগ্রহণ স্বাধীনতার মূল্যবোধের এক মৌলিক প্রকাশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০