ঢাকা, অক্টোবর ২৪, ২০২৪:
যুক্তরাষ্ট্রে পড়তে যেতে আগ্রহীদের জন্য নতুন সুযোগ করে দিচ্ছে ঢাকায় আমেরিকান দূতাবাস।
যুক্তরাষ্ট্র দূতাবাসের অফিসিয়াল প্ল্যাটফর্ম এডুকেশন ইউএসএ আগামী ২৮ অক্টোবর, সোমবার বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত গুলশানে ইএমকে সেন্টারে একটি শিক্ষা মেলার আয়োজন করেছে। যেখানে যুক্তরাষ্ট্ররে ১০টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা থাকবেন।
এডুকেশন ইউএসএ, আন্তর্জাতিক শিক্ষা প্রচারে নিবেদিত সংস্থা এডপ্রোগ্রামস-এর সহযোগিতায় এই মেলার আয়োজন করছে। স্বল্পমেয়াদি ইমারশন প্রোগ্রাম এবং বিশ্ববিদ্যালয় রিক্রুটমেন্ট ট্যুরের মাধ্যমে শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে জানাতে কাজ করে এই সংস্থাটি।
মেলায় অংশ নেবে সেন্ট্রাল মিশিগান ইউনিভার্সিটি, ডেপাউ ইউনিভার্সিটি, এম্ব্রি-রিডল অ্যারোনটিক্যাল ইউনিভার্সিটি, আইওয়া স্টেট ইউনিভার্সিটি, নিউ জার্সি ইনস্টিটিউট অফ টেকনোলজি, নিউইয়র্ক ইনস্টিটিউট অফ টেকনোলজি, ইউনিভার্সিটি অফ অ্যারিজোনা, ইউনিভার্সিটি অ্যাট বাফেলো (দ্য স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক), ইউনিভার্সিটি অফ কানসাস এবং ইউনিভার্সিটি অফ সাউথ ডাকোটার প্রতিনিধিরা।
এই মেলা বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ সুযোগ, যেখানে তারা সরাসরি যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করে ভর্তিতে কি কি প্রয়োজন, বৃত্তির সুযোগ এবং কীভাবে কার্যকরী আবেদন জমা দেওয়া যায় সে সম্পর্কে পরামর্শ নিতে পারবে।
মেলায় যোগ দিতে আগামী ২৬শে অক্টোবরের মধ্যে নিবন্ধন করতেই হবে।
নিবন্ধন করতে এই সাইটে ঢুকতে হবে: https://forms.gle/XfDa5UzDDmbJvgvL6