অটোয়া, ২৩ অক্টোবর, ২০২৪
কানাডায় শিক্ষার্থী ও সাধারণ মানুষের ভিসা সহযোগিতা বাড়ানোর তাগিদ দিয়েছেন দেশটিতে সফরে থাকা সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
কানাডার অটায়ায় পৌছালে সেনাপ্রধানকে স্বাগত জানান কানাডার প্রিভি কাউন্সিল অফিসের পরিচালক এবং বাংলাদেশের জন্য কানাডার মনোনীত হাইকমিশনার এইচ.ই. জনাব অজিত সিং।
সেনাপ্রধান ও মনোনিত হাইকমিশনারের বৈঠকে বাংলাদেশী নাগরিকের জন্য ভিসা সংক্রান্ত সমস্যা সমাধানের গুরুত্বারোপ করা হয়।
কানাডার ভাইস চিফ অফ দ্য ডিফেন্স স্টাফ লেফটেন্যান্ট-জেনারেল স্টিফেন আর কেলসি এবং কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারির ভাইস-চেয়ার মাননীয় সালমা জাহিদ এমপির সাথেও সাক্ষাৎ করেন সেনাবাহিনী প্রধান।
এ সময় জেনারেল ওয়াকার-উজ-জামান বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ভিসা সহজীকরণ এবং ত্বরান্বিত করার অনুরোধ করেন। সেইসাথে চাকরিরত এবং প্রাক্তন সামরিক কর্মকর্তাদের ভিসার ক্ষেত্রেও প্রক্রিয়া সহজ করার অনুরোধ করেন।
সালমা জাহিদ কানাডার বিদ্যমান আবাসন সংকটের চ্যালেঞ্জের কথা স্বীকার করেন।
এছাড়াও কৃষি ও অবকাঠামো উন্নয়নে সহযোগিতা নিয়ে আলোচনা করেন তারা।
লেফটেন্যান্ট-জেনারেল স্টিফেন আর কেলসি’র সাথে বৈঠকে সেনাবাহিনী প্রধান সামরিক প্রতিষ্ঠানের মধ্যে প্রশিক্ষণ বিনিময়ের বিষয়টি আলোচনা করেন। তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) এবং স্টাফ কলেজে অফিসার বিনিময়ের মাধ্যমে পেশাগত দক্ষতা বাড়ানোর কথা উল্লেখ করেন।
বৈঠকে কানাডায় বাংলাদেশের হাইকমিশনার নাহিদা সোবহান, ব্রিগেডিয়ার জেনারেল এস এম আসাদুল হক, এবং মেজর মোঃ শোয়েব রিফাত আউমি উপস্থিতি ছিলেন।