ওয়াশিংটন, ২৫ অক্টোবর, ২০২৪
আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ থেকে বাড়তি ঋণ পাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। চলমান কর্মসূচির বাইরেও বাংলাদেশকে বাড়তি ঋণ দিতে নিজেদের আগ্রহের কথা জানিয়েছে ঋণদাতা সংস্থাটি।
আপাতত বাংলাদেশ আইএমএফের সঙ্গে ৪শ ৭০ কোটি ডলারের একটি ঋণ কর্মসূচির মধ্যে রয়েছে, যে অর্থ সাত কিস্তিতে বাংলাদেশের জন্য বরাদ্দ হবে। যার তিন কিস্তির অর্থ এরই মধ্যে ছাড় হয়েছে।
তবে এই কর্মসূচির বাইরে আরও ৩শ কোটি ডলারের সমপরিমাণ বাড়তি ঋণ পেতে আগ্রহ দেখায় বাংলাদেশ।
নিউইয়র্কে অবস্থানরত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গতকাল মঙ্গলবার (যুক্তরাষ্ট্রের স্থানীয় সময়) আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে বৈঠক করেন। জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের সাইডলাইনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এই সময় প্রস্তাবিত নতুন ঋণ কর্মসূচি নিয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা হয় বলে দায়িত্বশীল সূত্রে জানা গেছে।
বৈঠকে উপস্থিত ছিলেন বিদ্যুৎ ও জ্বালানি এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, অর্থনীতি নিয়ে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য প্রমুখ।
সোর্স: ওয়াশিংটন সংবাদাতা